You dont have javascript enabled! Please enable it! 1974.05.17 | বেসরকারি কলেজ শিক্ষকদের দাবী সম্পর্কে খাদ্যমন্ত্রী | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

বেসরকারি কলেজ শিক্ষকদের দাবী সম্পর্কে খাদ্যমন্ত্রী

ঢাকা: বেসরকারি কলেজ শিক্ষকদের রেশন দেয়ার বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনাধীন। রয়েছে। খাদ্যমন্ত্রী শ্রী ফণীভূষণ মজুমদার শুক্রবার আওয়ামী লীগ মহিলা শাখার সহ-সভানেত্রী ও ঢাকা নগর আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা মিসেস ফরিদা রহমান এম, পি কে এ কথা জানান। মিসেস রহমান খাদ্যমন্ত্রীর সঙ্গে তার দফতরে সাক্ষাৎ করেন। এবং উক্ত বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলাপ আলােচনা করেন। এখানে উল্লেখযােগ্য যে প্রাইমারী স্কুল এবং সরকারি কলেজে শিক্ষকরা রেশনের সুযােগ সুবিধা পাচ্ছেন। বর্তমানে সারা দেশে বেসরকারি কলেজগুলােতে প্রায় ১০ হাজার শিক্ষক রয়েছে বলে জানা গেছে। সরকার রেশন দান সম্পর্কে প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণ করলে প্রায় ১০ হাজার বেসরকারি কলেজ শিক্ষক উপকৃত হবেন।৬০

রেফারেন্স: ১৭ মে, ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত