বেআইনী তৎপরতা নিরােধে বাংলাদেশ-ভারত যুক্ত কমিটি গঠনের সিদ্ধান্ত
ঢাকা: উভয় দেশের মধ্যে বেআইনী কার্যকলাপ এবং বিশেষ করে এ ব্যাপারে যারা অর্থসংস্থান এবং সাহায্য করছে তাদের বিরুদ্ধে সমন্বয়ের ভিত্তিতে কঠোর ব্যবস্থা গ্রহণ সুনিশ্চিত করার জন্য বাংলাদেশ ও ভারত মন্ত্রী পর্যায়ে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। বঙ্গবন্ধুর সফরশেষে প্রকাশিত যুক্ত ঘােষণায় বলা হয়, উভয় দেশের মধ্যে শুল্কবিধি এবং মুদ্রা সংক্রান্ত বিধি লঙ্ঘনের প্রবণতা দমনের জন্য উভয় দেশের সরকারের তরফ থেকে ব্যবস্থা গ্রহণ করা সত্ত্বেও অননুমােদিত লেনদেনের কাজ চলছে। এই ধরনের বেআইনী কার্যকলাপ কার্যকরভাবে রােধের ব্যাপারে যুক্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।৫৬
রেফারেন্স: ১৬ মে, ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত