You dont have javascript enabled! Please enable it!

বঙ্গবন্ধু-ইন্দির গান্ধীর চূড়ান্ত পর্যায়ে আলােচনা মতৈক্য

নয়াদিল্লি: বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীদ্বয় আজ রাতে ৩ ঘণ্টাব্যাপী তাদের চূড়ান্ত বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযােগিতার উপর দীর্ঘমেয়াদী চুক্তি সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করে বলে জানা গেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মিসেস গান্ধী তাদের আলােচনা ৩ ঘণ্টারও বেশি সময় ধরে চালান। এই আলােচনা বৈঠকে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদ্বয়, বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী খােন্দকার মােশতাক আহমদ ও ভারতীয় সেচ ও বিদ্যুৎ দফতরের মন্ত্রী মি. কে সি পন্থও উপস্থিত ছিলেন। পরে১৫ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. কামাল হােসেন বলেন, দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে তা উভয় দেশের জন্যই অত্যন্ত সুবিধাজনক হবে। আগামীকাল সকালে এইসব চুক্তি ও বঙ্গবন্ধুর ভারত সফর শেষে যুক্ত ইশতেহারে স্বাক্ষর দান করা হবে। ড. কামাল হােসেন আজ রাতে চূড়ান্ত বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলােচনাকালে বলেন, শেষ কয়েকদিনে আমরা পৃথক পৃথকভাবে কাজ করে গৃহীত সিদ্ধান্তগুলাে দুই প্রধানমন্ত্রীর কাছে পেশ করেছি এবং এই কয়েকদিনের আলােচনা খুবই ফলপ্রসূ হয়েছে। বাণিজ্য প্রশ্নে আলােচনাও ফলপ্রসূ হয়েছে। উভয় পক্ষ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে। যা পারস্পরিক কল্যাণকর হবে। বেআইনী বাণিজ্য সম্পর্কে পর্যালােচনা করা হয় এবং কিভাবে এই সমস্যা সমাধান ও মােকাবেলা করা যেতে পারে সে সম্পর্কে কয়েকটি বাস্তব সিদ্ধান্ত গ্রহণ করা হয়। গঙ্গা নদীর পানি বণ্টন সম্পর্কে প্রশ্ন করা হলে ড. কামাল ও সরদার শরণ সিং কোনাে কিছু না বলে জানান যে, আগামীকাল যুক্ত ইশতেহারে সব কিছু জানা যাবে। আলােচনা শেষে উভয় প্রধানমন্ত্রীকেই উৎফুল্ল দেখা যাচ্ছিল।৫১

রেফারেন্স: ১৫ মে, ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!