You dont have javascript enabled! Please enable it!

শিল্প উৎপাদন হ্রাসের জন্য পরিচালনা ব্যবস্থাই দায়ী: অর্থমন্ত্রী

টাঙ্গাইল: অর্থমন্ত্রী জনাব তাজউদ্দীন আহমদ সকালে স্বাস্থ্যমন্ত্রী জনাব আবদুল মান্নানকে নিয়ে টাঙ্গাইল কটন মিল পরিদর্শন করেন। তারা গত রবিবার মিল প্রাঙ্গণে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে সরেজমিনে তদন্ত করার জন্য তথায় গমন করেন বলে ঢাকায় জানা গেছে। এই অগ্নিকাণ্ডের ফলে মিলে ৩৯ টি স্পিনিং ফ্রেমের মধ্যে ৬০ হাজার টাকার ৬ টি ফ্রেমসহ অন্যান্য যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। অগ্নিকান্ডে মােট ক্ষতির পরিমাণ ২ লক্ষ ১৫ হাজার টাকা হবে বলে অনুমান করা হচ্ছে। মন্ত্রীদ্বয় সমগ্র মিল ঘুরে ফিরে দেখেন এবং কতিপয় নথিপত্র পরীক্ষা করেন। তারা অগ্নিকাণ্ডের সময় কর্তব্যরত কর্মচারীদের সাথে আলাপ-আলােচনা করেন এবং পৃথক পৃথক বৈঠকে শ্রমিক নেতাদের সাথেও আলােচনা করেন। জনাব তাজউদ্দীন মিলের অফিসারদের সাথে আলােচনাকালে মিলের ক্ষতি বন্ধ করে ব্যবস্থা গ্রহণ এবং ব্যবস্থাপনার জন্য আহ্বান জানান। মন্ত্রী মহােদয় প্রসঙ্গত বলেন যে, দেশের অধিকাংশ শিল্প কারখানায় উৎপাদন হ্রাস ও উৎপাদন ব্যয় বৃদ্ধিজনিত সমস্যা বিরাজ করছে। এজন্য পরিচালনা বিভাগের অযােগ্যতাই দায়ী। মিলের অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। মিলের স্পিনিং মাস্টার মন্ত্রীদের জানান যে, যন্ত্রপাতির খুচরা অংশ যে ঘরে রাখা হয়েছিল সেই ঘরে প্রথম আগুন লাগে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার দরুন অগ্নিকাণ্ডের সময় মিলের কাজ বন্ধ ছিল এবং ব্যবস্থাপনা কক্ষ স্বাভাবিক নিয়ম অনুযায়ী এই সময় বন্ধ ছিল।৫২

রেফারেন্স: ১৫ মে, ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!