সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বঙ্গবন্ধু ইন্দিরার বৈঠক
নয়াদিল্লি: প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ভারতীয় প্রধানমন্ত্রী মিসেস ইন্দিরা গান্ধী আজ এখানে রাষ্ট্রপতি ভবনে আরও ঘরােয়া ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তাদের আলােচনা অব্যাহত রেখেছেন। প্রেসিডেন্ট ভি ভি গিরি কর্তৃক বঙ্গবন্ধুর সম্মানে এক মধ্যাহ্ন ভােজের পর এবং বঙ্গবন্ধু কর্তৃক মিসেস গান্ধীর সম্মানে এক ফিরতি ভােজসভার পর এই বৈঠক শুরু হয়। এই বৈঠকে। প্রধানমন্ত্রীদ্বয় দ্বিপক্ষীয় বিষয় উপমহাদেশীয় প্রশ্ন এবং অর্থনৈতিক সহযােগিতা সম্পর্কে মতামত বিনিময় করেন। তারা মন্ত্রী ও অফিসার পর্যায়ে বৈঠকের আলােকে আলােচনা করেন। ইতােমধ্যে পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান অধ্যাপক নুরুল ইসলাম তার ভারতীয় প্রতিপক্ষ ড. চক্রবর্তীর সাথে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সহযােগিতা ও যৌথ শিল্প উদ্যোগ গ্রহণ সম্পর্কে দুই দফা বৈঠকে মিলিত হন। তাদের এই বৈঠক সন্তোষজনকভাবে অগ্রসর হচ্ছে। আলােচনা সন্তোষজনক হয়েছে বলে জানাতে গিয়ে প্রফেসর ইসলাম বলেন দেশ ও ভারতেও অর্থনৈতিক সহযােগিতার এবং যৌথ প্রচেষ্টার উজ্জ্বল ভবিষ্যত রয়েছে। প্রতিনিধিদলের পরিকল্পনা গ্রুপ যৌথ প্রচেষ্টার ও দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সহযােগিতার ব্যাপারে আলােচনা করেন। পরে তারা বাণিজ্য বিষয়ক গ্রুপের আলােচনায় মিলিত হন এবং সামগ্রিক দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযােগিতার ব্যাপারে পর্যালােচনা করেন। গত সেপ্টেম্বরে স্বাক্ষরিত চুক্তি মােতাবেক দ্বিপাক্ষিক বাণিজ্যের উন্নতি সম্পর্কে তারা আলােচনা করেন বলে জানা যাচ্ছে। সীমান্তে অননুমােদিত ব্যবসা এবং তা দমনের ব্যাপারেও বিস্তারিত আলােচনা অনুষ্ঠিত হয়। প্রফেসর ইসলাম আরাে জানান যে, আলােচনাকালে ভারত বাংলাদেশকে কয়লা সরবরাহের পরিমাণ বৃদ্ধি করতে সম্মত হয়েছে, অন্যদিকে বাংলাদেশ ভারতে নিউজপ্রিন্ট সরবরাহের পরিমাণ বৃদ্ধি করার চেষ্টা করবে বলে আশ্বাস প্রদান করে। মন্ত্রী পর্যায়ের আজকের বৈঠকে গঙ্গার পানি বণ্টন নিয়ে আলােচনা অনুষ্ঠিত হয় বলে তিনি জানান।৪৮
রেফারেন্স: ১৪ মে, ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত