বাংলাদেশ-বুলগেরিয়া সাংস্কৃতিক চুক্তি স্বাক্ষর
ঢাকা: বাংলাদেশ এবং বুলগেরিয়া সােমবার দুই দেশের মধ্যে ৫ বছর মেয়াদী একটি সাংস্কৃতিক চুক্তিতে স্বাক্ষর করেছে। চুক্তিতে শিল্পকলা, খেলাধুলা, বিজ্ঞান ও কারিগরি দিকসহ রেডিও, টেলিভিশন, সাংবাদিক বিনিময় ও তথ্য বিনিময় বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। এতে বুলগেরিয়ার পক্ষে স্বাক্ষর দান করেন বাংলাদেশে নিযুক্ত বুলগেরিয়ার মি. নিকলাই বেয়েদজিভ এবং বাংলাদেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন শিক্ষা ও সাংস্কৃতিক দফতরের যুগ্ম সচিব জনাব এ কে এম জাকারিয়া। চুক্তি মােতাবেক উভয় দেশ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে তথ্য ও লােক বিনিময়ের ব্যাপারে উৎসাহ প্রদান করবে এবং শিক্ষা সংস্কৃতি ও খেলাধুলার ব্যাপারে উভয় দেশ নিজেদের মধ্যে বৃত্তি বিতরণ করবে। প্রসঙ্গত উল্লেখযােগ্য যে, চুক্তি স্বাক্ষরের আগ মুহূর্তে বাংলাদেশে ২১ জন শিক্ষার্থী বুলগেরিয়ার বৃত্তি নিয়ে সেখানে উচ্চ শিক্ষা গ্রহণ করেছেন এবং বুলগেরিয়ার একজন ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগে পড়াশােনা করছেন।৪৫
রেফারেন্স: ১৩ মে, ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত