You dont have javascript enabled! Please enable it! 1974.05.14 | দিল্লি বৈঠকে অর্থনৈতিক চুক্তি প্রশ্নে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

দিল্লি বৈঠকে অর্থনৈতিক চুক্তি প্রশ্নে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ

নয়াদিল্লি: আজ বাংলাদেশ ও ভারতীয় প্রতিনিধিদল দু’দেশের মধ্যে অর্থনৈতিক সহযােগিতার উপর দীর্ঘমেয়াদী চুক্তিসমূহের বিবরণ ও ধরন সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন বলে জানা গেছে। তথ্যাভিজ্ঞ মহল সূত্রে জানা গেছে যে, তার দুই দেশের সীমান্ত চিহ্নিতকরণের নীতির উপর পূর্ণ সমঝােতার পৌছেন। দুই দেশের মধ্যে এখনও সীমানা নির্ধারণ করা হয়নি। প্রতিনিধিরা দুটি দলে বিভক্ত হয়ে অর্থনৈতিক প্রশ্ন ও পররাষ্ট্র বিষয়ে আলােচনা করেন। পরিকল্পনা গ্রুপটি অর্থনৈতিক সহযােগিতার জন্য নির্ধারিত পরিকল্পনা ও যৌথ উদ্যোগ সম্পর্কে আলােচনা করেন। ভারতের বাণিজ্যমন্ত্রী মি. ভি পি চট্টোপাধ্যায় এবং বাংলাদেশ বাণিজ্যমন্ত্রী খােন্দকার মােশতাক আহমদ যথাক্রমে উভয় দেশের নেতৃত্ব করেন। এই আলােচনাকালে ৩-সালা ভারসাম্য বাণিজ্য ও দায় পরিশােধ চুক্তির ফলাফল পর্যালােচনা করেন। তারা সীমান্তে বেআইনী বাণিজ্য এবং এর প্রতিরােধ ব্যবস্থা গ্রহণের ব্যাপারেও আলােচনা করেন। বৈঠকে ভারত বাংলাদেশে কয়লা সরবরাহ বৃদ্ধি করতে রাজি হয়েছে এবং বাংলাদেশও ভারতে নিউজপ্রিন্ট সরবরাহ বৃদ্ধি করবে বলে আশা প্রকাশ করা হয়েছে।৫০

রেফারেন্স: ১৪ মে, ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত