You dont have javascript enabled! Please enable it! 1974.05.12 | সেনাবাহিনীর তৎপরতায় জনসাধারণ স্বস্তিবােধ করছে: ভাসানী | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

সেনাবাহিনীর তৎপরতায় জনসাধারণ স্বস্তিবােধ করছে: ভাসানী

ঢাকা: প্রবীণ নেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী দুর্নীতি, চোরাচালান এবং ধ্বংসাত্মক কার্যকলাপ দমনে সেনাবাহিনীর কর্মতৎপরতার প্রশংসা করেছেন। শনিবার এক বিজ্ঞপ্তিতে তিনি বলেন, সেনাবাহিনী যদিও এখন পর্যন্ত রুই-কাতলা অপরাধীদের ধরতে সমর্থ হয়নি, তবুও তারা যতদূর অগ্রসর হয়েছেন তাতে জনসাধারণের মনে আশার সঞ্চার হয়েছে। তিনি আশা করেন, ভবিষ্যতে তারা ক্ষমতাসীন দলসহ সকল দলের অপরাধী হােমরা চোমরাদের ধরতে এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা করতে সমর্থ হবে। মওলানা ভাসানী ভাসানী-ন্যাপ ও সর্বদলীয় ঐক্যফ্রন্টের চেয়ারম্যান। তিনি বলেন, জিনিসের উৎপাদন ও আমদানি বৃদ্ধি এবং যে সকল মুনাফাখাের মজুতদাররা অতিরিক্ত মুনাফার জন্য জিনিসপত্র গুদামজাত করে দ্রব্যমূল্য বৃদ্ধি করছে। তাদের শায়েস্তা করা না গেলে জিনিসপত্রের দাম কমবে না। তিনি তাদের কঠোর হস্তে দমন করার আহ্বান জানান। যারা অস্ত্র ভাড়া দেয় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং যে রিক্সাওয়ালাদের লাইসেন্স নেই যাতে লাইসেন্স পায় তার ব্যবস্থা করার জন্য তিনি সেনাবাহিনীকে অনুরােধ করেন। মওলানা ভাসানী বলেন, লঞ্চ ও বাস ক্ষমতার ৩-৪ গুণ যাত্রী নেয় এবং তার ফলে দুর্ঘটনা ঘটে। তিনি এ ধরনের লঞ্চ ও বাসের মালিকদের কঠোর হস্তে দমনের উপর গুরুত্ব আরােপ করেন। তিনি বলেন, রেল বিভাগের কর্মকর্তাদের কাজের গাফলতির জন্য রেল দুর্ঘটনা ঘটেছে। তিনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সেনাবাহিনীর প্রতি আহ্বান জানান। মওলানা ভাসানী বনবিভাগের দুর্নীতি ও ধ্বংসাত্মক কার্যকলাপের কথা বিবৃতিতে উল্লেখ করেন। তিনি বলেন, এর ফলে দেশের বনসম্পদ প্রায় শেষ হয়ে আসছে। এবং তাতে গৃহ নির্মাণ ও কাঠের আসবাবপত্র, নৌকা ইত্যাদি তৈরি করার মতাে কাঠ সংগ্রহ হচ্ছে না। তিনি দোষী ব্যক্তিদের শাস্তি দাবী করেন।৪২

রেফারেন্স: ১২ মে, ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত