You dont have javascript enabled! Please enable it!

লায়ন্স ক্লাবের সম্মেলনে রাষ্ট্রপতি

ঢাকা: রাষ্ট্রপতি জনাব মােহাম্মদ উল্লা বলেন, জনগণের সহযােগিতা ব্যতিত দেশের বর্তমান অর্থনৈতিক ও সামাজিক সমস্যাবলী এককভাবে সরকারি প্রচেষ্টায় সমাধান করা সম্ভব নয়। রাষ্ট্রপতি মােহাম্মদ উল্লা শনিবার স্থানীয় একটি হােটেলে লায়ন্স ইন্টারন্যাশনালের দশম বার্ষিক সম্মেলনে উদ্বোধনী ভাষণ দিচ্ছিলেন। তিনি বলেন, লায়ন্সের কর্তব্যনিষ্ঠা ও মানবতাবােধ পারিপার্শ্বিক অবস্থার উন্নয়ন সাহায্য করবে, তেমনি আন্তর্জাতিক কল্যাণ প্রচেষ্টায়ও উল্লেখযােগ্য অবদান রাখতে সমর্থ হবে। রাষ্ট্রপতি আশা প্রকাশ করে বলেন যে, আন্তর্জাতিক ক্ষেত্রে লায়ন্স ক্লাবের মাধ্যমে বাংলাদেশ ও পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে নিবিড় বন্ধুত্ব ও আন্তর্জাতিক সহমর্মিতা গড়ে উঠবে। বাংলাদেশের মতাে উন্নয়নশীল রাষ্ট্রে সমাজকল্যাণের গুরুত্ব দিয়ে রাষ্ট্রপতি জনাব মােহাম্মদ উল্লা বলেন, বন্যা ও সাইক্লোনের মতাে অতি জরুরি অবস্থায় কর্তব্যের আহ্বানে সাড়া দান সমাজকল্যাণমূলক সংস্থাগুলাের মূল দায়িত্ব। তিনি বলেন, সমাজ জীবনের নানা জটিলতার ভিতর থেকেও মানবিকতার চিরন্তন মূল্যবােধকে আমাদের জীবনে জাগরূক রাখতে হবে। এই শাশ্বত সত্য অনুধাবন করে ব্যক্তি ও সমাজজীবনে কল্যাণকর ভূমিকা গ্রহণ। করাই আমাদের মূল উদ্দেশ্য হওয়া উচিত বলে মনে করেন। জনাব মােহাম্মদ উল্লা বলেন, স্বার্থপরতা ত্যাগ করে স্বাদ সকলের মধ্যে বণ্টন করে দিতে পারলেই সুন্দর সামাজিক পরিবেশের পরিতৃপ্তি পাওয়া যায়। রাষ্ট্রপতি লায়ন্স ক্লাবের (বাংলাদেশ) জনকল্যাণমূলক কাজের প্রশংসা করে বলেন, সকল আপদকালীন জরুরি অবস্থার মােকাবিলা ছাড়াও নানাপ্রকার জনহিতকর কাজে লায়ন্স ক্লাবের কার্যক্রম ব্যাখ্যা করে সকলকে ধন্যবাদ জানান।৩৬

রেফারেন্স: ১১ মে, ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!