You dont have javascript enabled! Please enable it! 1974.05.11 | চেকোশ্লোভাকিয়া-সুইডেন পাঁচসালা পরিকল্পনায় সাহায্য দিতে আগ্রহী | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

চেকোশ্লোভাকিয়া-সুইডেন পাঁচসালা পরিকল্পনায় সাহায্য দিতে আগ্রহী

ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ড. কামাল হােসেন বলেন, বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়নের জন্য চেকোশ্লোভাকিয়া এবং সুইডেন সাহায্য দানে আগ্রহশীল। তিনি আরাে বলেন, সাহায্য দানের পরিমাণ নির্ধারণের জন্য শীঘ্রই উভয় দেশের সাথে সংশ্লিষ্ট পর্যায়ে আলােচনা অনুষ্ঠিত হবে। পররাষ্ট্রমন্ত্রী ড. কামাল হােসেন ১০ দিনব্যাপী চেকোশ্লোভাকিয়া এবং সুইডেন সফর শেষ করে গতকাল শনিবার তেজগাঁও বিমানবন্দরে পৌছে সাংবাদিকদের সাথে আলােচনাকালে এ কথা বলেন। তার এই সফরকালে দু’দেশের নেতৃবৃন্দের সাথে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং অন্যান্য আন্তর্জাতিক বিষয়ের উপর আলােচনা হয়েছে। তিনি আরাে বলেন, উভয় দেশের নেতৃবৃন্দের সাথে আলােচনা কালে পারস্পরিক অর্থনৈতিক সহযােগিতার বিষয়েও মতবিনিময় হয়েছে। এই প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান শীঘ্রই এ দুটি দেশ সফর করবেন। তিনি আরাে বলেন, উভয় দেশের প্রতিনিধি দলও শীঘ্রই বাংলাদেশ সফরে আসবেন। তিনি বলেন, উপমহাদেশের পরিস্থিতি স্বাভাবিকীকরণের জন্য বাংলাদেশের অনুসৃত নীতি এবং ব্যবস্থার প্রতি উভয় দেশের নেতৃবৃন্দ সন্তোষ প্রকাশ করেছেন। এ ছাড়া ত্রিপক্ষীয় দিল্লিচুক্তির প্রতিও নেতৃবৃন্দ আন্তরিক সমর্থন জ্ঞাপন করেছেন বলে তিনি জানান।৩৭

রেফারেন্স: ১১ মে, ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত