বাংলাদেশ-উগান্ডা সম্পর্ক বৃদ্ধি পাবে
ঢাকা: উগান্ডার তথ্যমন্ত্রী মেজর জুমা আবদুল্লাহ বলেছেন যে, বাংলাদেশ এবং উগান্ডার মধ্যে পারস্পরিক সহযােগিতা ক্রমশ জোরদার হবে বলে তার দৃঢ় বিশ্বাস রয়েছে। তিনি আরাে বলেন, বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে সহযােগিতা বৃদ্ধির বিষয়ে আলােচনা করার জন্য শীঘই বাংলাদেশের একটি প্রতিনিধি দল উগান্ডা সফরে যাবেন। মেজর জুমা আবদুল্লাহ সপ্তাহব্যাপী বাংলাদেশ সফর শেষ করে শনিবার স্বদেশে যাত্রাপ্রাক্কালে রাষ্ট্রীয় অতিথি ভবনে এক সাংবাদিক সম্মেলনে ভাষণ দানকালে এ কথা বলেন। তিনি বলেন, দুদেশের মধ্যে গুরুত্বপূর্ণ সম্পর্ক শক্তিশালী করার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং উগান্ডার প্রেসিডেন্ট ইদি আমিন আলজেরিয়া এবং লাহােরের সে সব কর্মসূচি নিয়ে আলােচনা করেছিলেন। এই সফরের সাথে তার সংশ্লিষ্টতা রয়েছে। মেজর জুমা আবদুল্লাহ বাংলাদেশে তার সফরকে ‘ফলপ্রসূ অধিক’ বলে মন্তব্য করেছেন।
বঙ্গবন্ধুর প্রশংসা: তিনি জাতির পিতা প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রশংসা করে বলেন, তার দৃঢ় বিশ্বাস রয়েছে যে, বাঙালি জাতি শীঘ্রই বঙ্গবন্ধুর বলিষ্ঠ নেতৃত্বে আন্তজাতিক ক্ষেত্রে নিজের স্থান দখল করে নিবে। তিনি কুমিল্লা পল্লী উন্নয়নের কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশ সরকার কৃষকের কল্যাণের জন্য বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করছেন। তিনি আশা প্রকাশ করে বলেন, এই পদক্ষেপের মাধ্যমে কৃষকের কল্যাণের জন্য বাংলাদেশ সরকার বহু উন্নত দেশের সাথে প্রতিযােগিতা করতে পারবেন।৩৮
রেফারেন্স: ১১ মে, ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত