স্টকহােমে ভােজসভায় ড. কামাল হােসেন
স্টকহােম: বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. কামাল হােসেন গতরাতে এখানে বলেন যে, সুইডেনের ন্যায় বাংলাদেশ বিশ্বশান্তি আন্তর্জাতিক সমঝােতা ও শান্তিপূর্ণ সহ-অবস্থানের প্রতি গুরুত্ব আরােপ করে থাকে। ড. কামাল হােসেন গত বুধবার এখানে এক সরকারি সফরে আগমন করেন। সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী কর্তৃক তার সম্মানে প্রদত্ত ভােজসভায় ড. কামাল বক্তৃতাকালে একথা জানান। তিনি বলেন, বাংলাদেশ সরকার সকল দেশের সাথে বন্ধুত্ব কামনা করে কাউকে শত্রু মনে করে না। বাংলাদেশের জোটনিরপেক্ষ নীতি সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন যে, ইউরােপ, মধ্যপ্রাচ্যসহ অন্যান্য এলাকায় শান্তি প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবে। তিনি আরাে বলেন যে, ভিয়েতনামে শান্তি প্রতিষ্ঠার জন্য প্যারিস চুক্তি বাস্তবায়ন করা উচিত। সারা বিশ্বে যারা স্বাধীনতার জন্য সংগ্রাম করছে তাদের প্রতি বাংলাদেশের অকুণ্ঠ সমর্থন রয়েছে বলে তিনি উল্লেখ করেন।৩২
রেফারেন্স: ১০ মে, ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত