You dont have javascript enabled! Please enable it! 1974.05.08 | উৎপাদন বাড়াতে কৃষকদের সর্বপ্রকার সুবিধা দেয়া হবে: অর্থমন্ত্রী | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

উৎপাদন বাড়াতে কৃষকদের সর্বপ্রকার সুবিধা দেয়া হবে: অর্থমন্ত্রী

কালিয়াকৈর: অর্থমন্ত্রী জনাব তাজউদ্দীন আহমেদ বলেন, দেশে কৃষি ক্ষেত্রে উৎপাদন বৃদ্ধির জন্যে সরকার কৃষকদের সর্বপ্রকার সুযােগ-সুবিধা ও অর্থনৈতিক সাহায্য প্রদান করবেন। অর্থমন্ত্রী আজ এখানে কৃষি ব্যাংকের একটি শাখা উদ্বোধন করেন। পাটমন্ত্রী জনাব সামসুল হকও উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেন। জনাব তাজউদ্দীন আহমেদ বলেন, স্বাধীনতা যুদ্ধের পর থেকে গত এপ্রিল মাস পর্যন্ত সরকার ত্রিশ কোটি টাকা কৃষিঋণ হিসেবে বরাদ্দ করেছেন। তিনি বলেন, গত অর্থ বছরে এই বরাদ্দ থেকে সরকার ১৯ কোটি ৫০ লাখ টাকা প্রদান করেছেন এবং ১৯৭৩ সালের জুলাই মাস হতে এ বছরের এপ্রিল মাস পর্যন্ত ১০ কোটি দেয়া হয়েছে। তাছাড়াও আগামী জুনের জন্য ২ কোটি টাকা দেয়া হবে বলে তিনি উল্লেখ করেন। জনাব তাজউদ্দীন বলেন, এই সমস্ত ঋণ পরিশােধ করার জন্য কৃষকদের সমান আগ্রহী হতে হবে। তিনি বলেন, এ বছর কৃষি ব্যাংক ১০ কোটি টাকা ঋণ হিসেবে গ্রহণ করবে। মন্ত্রী ঋণগ্রহীতাদেরকে ঋণ পরিশােধের ব্যাপারে অথবা দেরী না করার জন্য আহ্বান জানান। তিনি বলেন, এতে সুদ এবং মুনাফা একটি বােঝা হয়ে দাঁড়ায়। ব্যাংক এ ব্যাপারে সকল প্রকার সুযােগ-সুবিধা প্রদান করবে বলে তিনি জানান। তিনি বলেন, কৃষি ক্ষেত্রে অধিক উৎপাদনের কাজে বৈজ্ঞানিক যন্ত্রপাতি ব্যবহার করার জন্য কৃষকদের শিক্ষিত করে তুলতে হবে। মন্ত্রী শিক্ষিত জনগণ বিশেষ করে আওয়ামী লীগ কর্মীদেরকে এ ব্যাপারে কৃষকদের সহযােগিতা করার আহ্বান জানান। প্রসঙ্গত মন্ত্রী বলেন, কৃষক লীগের কর্মীরা আধুনিক যন্ত্রপাতির সাহায্যে কাজ করার জন্য কৃষকদের শিক্ষা দিচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
সামসুল হক: পাটমন্ত্রী জনাব সামসুল হক তার ভাষণে বলেন, কৃষি ক্ষেত্রে উৎপাদনের জন্য সর্ব প্রকার সাহায্য দেবেন। তিনি আশা প্রকাশ করেন, চাষীরা এই সুযােগ সদ্ব্যবহার করবেন। কৃষি ব্যাংকের চেয়ারম্যান জনাব হেমায়েত উদ্দিন এই সভায় উপস্থিত ছিলেন। পূর্বাহ্নে মন্ত্রী ঢাকা থেকে কালিয়াকৈর পৌছালে স্থানীয় আওয়ামী লীগ কর্মীরা তাদের বিপুল সংবর্ধনা জানান।২৩

রেফারেন্স: ৮ মে, ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত