বাংলাদেশ-ভারত অফিসার পর্যায়ে কয়েক দফা বৈঠক
নয়াদিল্লি: বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধীর মধ্যে অনুষ্ঠিতব্য শীর্ষ সম্মেলনের মাত্র ৩ দিন আগে আজ উচ্চপদস্থ কর্মচারীরা আলােচনার ক্ষেত্র প্রস্তুত করার জন্য কয়েক দফা দীর্ঘস্থায়ী বৈঠকে মিলিত হন। আগামী ১২ মে থেকে এই শীর্ষ সম্মেলন শুরু হবে। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাদের প্রতিনিধি দলের অন্য সদস্যরা শীর্ষ সম্মেলনে যােগদানের উদ্দেশে আগামী ১২ মে ঢাকা থেকে নয়াদিল্লি এসে পৌছবেন বলে আশা করা যাচ্ছে। বাংলাদেশের উচ্চপদস্থ কর্মচারীদের অগ্রগামী দলটি গত মঙ্গলবার ঢাকা থেকে এখানে এসে পৌঁছেছেন। ৯ সদস্য বিশিষ্ট এই অগ্রগামী দলটির নেতৃত্ব করছে পরিকল্পনা কমিশনে সিনিয়র সদস্য জনাব রেহমান সােবহান। দুই দেশের উচ্চপদস্থ কর্মচারীরা উক্ত বৈঠকে দুই প্রতিবেশী বন্ধু রাষ্ট্রের মধ্যে গঙ্গার পানি বন্টনের বিষয়াদি নিয়ে ব্যাপক আলােচনা করেন। এ ব্যাপারে দুই দেশের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ আলােচনা বৈঠকে মিলিত হয়ে একটি সন্তোষজনক সমাধানে পৌছতে পারবেন বলে ভারতীয় পক্ষের ঘনিষ্ঠ সূত্রে আশা প্রকাশ করা হয়েছে। পাট এবং পাটজাত দ্রব্যের রপ্তানি ব্যাপারে যৌথ উদ্যোগ গ্রহণের উপরও দুই পক্ষ আলােচনা করেন। এখানকার ব্যবসায়ী মহলে ব্যাপক আশা পােষণ করা হয়েছিল যে বাংলাদেশ ও ভারতে উৎপাদিত বিভিন্ন পণ্যের অযৌক্তিক মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে পাট ও পাটজাত দ্রব্যের মূল্য বৃদ্ধির ব্যাপারে যৌথ উদ্যোগ গ্রহণ করা হবে। বাংলাদেশের অগ্রগামী দলটি সাতটি গ্রুপে বিভক্ত হয়ে তাদের ভারতীয় প্রতিপক্ষের সাথে পৃথক পৃথক বৈঠকে মিলিত হয়ে সুনির্দিষ্ট বিষয়াদি নিয়ে আলােচনা করেন। এগুলাে শীর্ষ সম্মেলনের বিষয়ভুক্ত হবে। বাংলাদেশ অগ্রগামী দলের ঘনিষ্ঠ সূত্র থেকে এনাকে জানানাে হয়েছে যে, শীর্ষ সম্মেলনের ক্ষেত্র প্রস্তুতির ব্যাপারে সন্তোষজনক অগ্রগতি সাধিত হয়েছে। ভারতীয় নেতৃবৃন্দের সাথে আলােচনার জন্য ১২ মে তারিখে বঙ্গবন্ধুর আগমন উপলক্ষে তাকে সংবর্ধনা জ্ঞাপনের জন্য এখানে জোর প্রস্তুতি চলছে।২৬
রেফারেন্স: ৮ মে, ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত