You dont have javascript enabled! Please enable it!

যুবসমাজের প্রতি দুর্নীতি মুক্ত হওয়ার আহ্বান

নারায়ণগঞ্জ: বাণিজ্যমন্ত্রী এবং বহিঃবাণিজ্য দফতরের মন্ত্রী খােন্দকার মােশতাক আহমদ যুব সমাজকে নিজেদের ভালাের জন্য উচ্ছঙ্খল কাজ থেকে ফিরে আসার জন্য আহ্বান জানান। সমাজের সকল প্রকার দুর্নীতি থেকে হাত গুটিয়ে নেয়ার জন্য তিনি তাদেরকে উপদেশ দেন। তিনি সতর্ক করে দিয়ে বলেন, যে কেহ হােক সে তার অসৎ আচরণের জন্য শাস্তি ভােগ করতে হবে। এবং সেজন্য নেতৃবৃন্দকে দোষী করা যাবে না। মন্ত্রী আজ দুপুরে নারায়ণগঞ্জ মিউনিসিপ্যাল লাইব্রেরীতে গরীব এবং মেধাবী ছাত্রদের মধ্যে পাঠ্য বই বিতরণ করছিলেন। এই বইগুলাে রূপগতি সংঘ উপহার দিয়েছে। সভায় সভাপতিত্ব করেন রূপগতি সংঘের প্রধান গাজী মহিউদ্দিন। সভায় অন্যান্যের মধ্যে তােলারাম কলেজের অধ্যক্ষ জনাব সামছুল হুদা এবং এ কে এম সামছুজ্জোহা এমপি বক্তৃতা করেন। মন্ত্রী বলেন, যুবসমাজসহ একদল লােক সাধারণ লােকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। জনগণ এই জাতীয় লােকদেরকে কোনােদিন সহ্য করবে না। এবং জনগণের মাঝে কুৎসা রটাবার জন্য একদিন তাদেরকে শাস্তি ভােগ করতে হবে। মন্ত্রী বলেন, গত স্বাধীনতা যুদ্ধে যুবকেরা পাকিস্তানি জান্তার বিরুদ্ধে সংগ্রাম করে ইতিহাস সৃষ্টি করেছে। তারা মাতৃভূমিকে পৈশাচিক শােষণ ও নির্যাতন থেকে রক্ষা করার জন্য অস্ত্র হাতে নিয়েছে, যা যুবসমাজের বৃহৎ অবদান। কিন্তু দুঃখের বিষয় যুবসমাজের কিছু অংশ অস্ত্র জমা দেয়নি। এখন তারা নিজেদের ভাইয়ের বিরুদ্ধে সেই অস্ত্র ব্যবহার করছে এবং জাতীয় ভাবমূর্তি খর্ব করার কাজে লিপ্ত রয়েছে। মন্ত্রী তাদেরকে সেই সমস্ত নাশকতামূলক কাজ পরিহার করার জন্য আহ্বান জানান।২৭

রেফারেন্স: ৮ মে, ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!