You dont have javascript enabled! Please enable it!

নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত অফিসার পর্যায়ে বৈঠক শুরু

নয়াদিল্লি: ৯ সদস্য বিশিষ্ট বাংলাদেশ উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রতিনিধিদল আজ নয়াদিল্লি পৌঁছেছেন। আগামী ১২ মে সিমলায় অনুষ্ঠিতব্য মিসেস ইন্দিরা গান্ধীর সাথে প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের ৫দিন ব্যাপী আলােচনার ক্ষেত্র প্রস্তুত করার উদ্দেশ্যে উক্ত প্রতিনিধি দল এখানে। এসেছেন। পরিকল্পনা কমিশনের সদস্য অধ্যাপক রেহমান সােবহানের নেতৃত্বে আগত বাংলাদেশ প্রতিনিধিদল এখানে পৌছেই তাদের প্রতিপক্ষের সাথে এক বৈঠকে মিলিত হন। বাংলাদেশ প্রতিনিধিদল ফারাক্কা বাঁধ ও ভারত-বাংলাদেশ বাণিজ্যিক সম্পর্কের ব্যাপারে বিস্তারিত আলােচনা করবেন। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আসন্ন ভারত সফর উপলক্ষে বাংলাদেশ সরকারের উচ্চপদস্থ অফিসারদের সমন্বয়ে গঠিত একটি অগ্রগামী প্রতিনিধি দল গতকাল নয়াদিল্লি রওয়ানা হয়ে গেছেন। বার্তা সংস্থা এনা জানিয়েছে, বঙ্গবন্ধুর ৪দিন ব্যাপী সফরে আগামী ১২ মে ভারতে যাবেন এবং প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধীর সাথে সিমলায় এক ব্যাপক ভিত্তিক আলােচনা বৈঠকে মিলিত হবেন। উক্ত অগ্রগামী দলের সদস্য হলেন বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জনাব বি এম আব্বাস, পরিকল্পনা কমিশনের সদস্য জনাব রেহমান সােবহান, পানি ও বিদ্যুৎ দফতরের সেক্রেটারি জনাব আসফউদদৌলা, পররাষ্ট্র দফতরের ভারপ্রাপ্ত সেক্রেটারি জনাব ফখরুদ্দিন আহমদ, পররাষ্ট্র দফতরের উপমহাদেশীয় সংক্রান্ত ডিরেক্টর জেনারেল জনাব এ. এইচ, এম, মাের্শেদ, ভূমি ও জরিপ বিভাগের ডিরেক্টর জেনারেল জনাব কে, এ. আলম ও অন্যান্য অফিসার। অগ্রগামী দলটি নয়াদিল্লিতে অবস্থানকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও ভারতের প্রধানমন্ত্রীর মধ্যকার আসন্ন বৈঠকের কর্মসূচি চূড়ান্তকরণ করেন। আগামী ১৩ মে সিমলাতে উভয় প্রধানমন্ত্রীর মধ্যে আনুষ্ঠানিক বৈঠক শুরু হবে।
ইউসুফ আলীর কোলকাতা যাত্রা: ক্রীড়া শিক্ষা ও সাংস্কৃতিক দফতরের মন্ত্রী অধ্যাপক ইউসুফ আলী সকালে কোলকাতায় গেছেন। তিনি তথায় রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে যােগদান করেন। মন্ত্রী আগামীকাল ফিরে আসবেন বলে আশা করা যাচ্ছে।১৯

রেফারেন্স: ৭ মে, ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!