You dont have javascript enabled! Please enable it! 1974.05.07 | লােকসান হলে পাটকল চালানাের কোনাে অর্থ নেই- পাটমন্ত্রী জনাব শামসুল হক | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

লােকসান হলে পাটকল চালানাের কোনাে অর্থ নেই

ঘােড়াশাল: পাটমন্ত্রী জনাব শামসুল হক পাটকলের শ্রমিকদেরকে উৎপাদন বৃদ্ধি করার এবং আঞ্চলিকতার মনােভাব পরিহার করার জন্য আহ্বান জানান। পররাষ্ট্রমন্ত্রী জনতা পাটকলের শ্রমিকদের উদ্দেশ্যে ভাষণদানকালে বলেন যে, কোন পাটকলে উৎপাদন হ্রাস পায় এবং লােকসান হতে থাকে তাহলে সে মিল চালানাের কোনাে অর্থ নেই। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন যে, মিলের অভ্যন্তরে কোন অব্যবস্থা সহ্য করা হবে না। পাটমন্ত্রী বলেন যে, এ ব্যাপারে দায়ী ব্যক্তিদের শাস্তি দেয়া হবে। তিনি বলেন, আইনের চোখে সকলেই সমান। মন্ত্রী ঘন ঘন বিদ্যুৎ গােলযােগের কথা উল্লেখ করে বলেন যে, গত বছর এর ফলে ২০ কোটি টাকা গচ্চা গেছে। তিনি বলেন যে উৎপাদন যাতে অবিরাম গতিতে চলতে পারে সে জন্য খুব শীঘ্রই মিলের ভিতরে জেনারেটর স্থাপন। করা হবে। পাটমন্ত্রী বলেন যে, ট্রেড ইউনিয়নের নির্বাচন খুব শীঘ্রই অনুষ্ঠিত হবে। সরকার শ্রমিকদের সমস্যা সম্পর্কে সচেতন এবং তাদের ন্যায্য দাবী দাওয়া পূরণ করা হবে বলে তিনি জানান। পাটমন্ত্রী শ্রমিকদের মজুরীর কথা উল্লেখ করে বলেন যে, খুব শীঘ্রই তাদের নতুন বেতন কমিশনের রিপাের্ট কার্যকরী করা হবে। মন্ত্রী শ্রমিকদের বাসস্থানের জন্য আশ্বাস প্রদান করেন। পাটমন্ত্রীর সাথে এ সময়ে মঈজুদ্দীন আহমেদ এমপি এবং তার ব্যক্তিগত স্টাফরা ছিলেন।২০

রেফারেন্স: ৭ মে, ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত