You dont have javascript enabled! Please enable it! 1974.05.07 | আওয়ামী লীগের সভায় জেলা নেতাদের রিপাের্ট পর্যালােচনা হচ্ছে | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

আওয়ামী লীগের সভায় জেলা নেতাদের রিপাের্ট পর্যালােচনা হচ্ছে

ঢাকা: বাংলাদেশ আওয়ামী লীগ কার্যকরী সংসদের জরুরি বর্ধিত সভায় দেশের সার্বিক পরিস্থিতির উপর জেলাসমূহের নেতৃবৃন্দের আলােচনার পরিপ্রেক্ষিতে কার্যকরী সংসদ সুদূরপ্রসারী গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে পারে বলে ঘনিষ্ঠ মহল সূত্রে আভাস পাওয়া গেছে। দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থার উপর জেলাসমূহের নেতৃবৃন্দ যে সব অভিমত ব্যক্ত করেছেন, কার্যকরী সংসদের সভায় তা পর্যালােচনা করে দেখা হচ্ছে। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দলের কার্যকরী সংসদের জরুরি বর্ধিত সভা এবং কার্যকরী সংসদের সভায় উপস্থিত ছিলেন। আজ বিকেল ৫ টায় গণভবনে কার্যকরী সংসদের সভা দলীয় সভাপতি জনাব এ এইচ এম কামারুজ্জামানের সভাপতিত্বে পুনরায় শুরু হয়। উক্ত সভায় দলের কার্যকরী সংসদের জরুরি বর্ধিত সভায় জেলাসমূহের নেতৃবৃন্দ যে সব অভিমত ব্যক্ত করেছিলেন তা পর্যালােচনা করে দেখা হচ্ছে। রিপাের্ট লেখা পর্যন্ত কার্যকরী সংসদের সভা অব্যাহত রয়েছে। সভায় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাড়াও মন্ত্রিসভার সদস্যবৃন্দ এবং প্রতিনিধি মণ্ডলী বিশেষ আমন্ত্রণক্রমে যােগদান করে।২১

রেফারেন্স: ৭ মে, ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত