You dont have javascript enabled! Please enable it! 1974.05.07 | সমাজবিরােধীদের নির্মূল করতে হবে- এম মনসুর আলী | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

সমাজবিরােধীদের নির্মূল করতে হবে

সারদা, রাজশাহী: যােগাযােগ এবং স্বরাষ্ট্র দফতরের মন্ত্রী জনাব এম মনসুর আলী দেশের জনগণের জানমালের নিরাপত্তা বিধানে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের জন্য আজ পুলিশ অফিসারদের প্রতি আহ্বান জানান। মন্ত্রী আজ সারদা পুলিশ মিলনায়তনে আয়ােজিত শিক্ষানবীশ ডেপুটি সুপারেনটেনডেন্টদের বিদায়ী কুচকাওয়াজে প্রধান অতিথির ভাষণ দিচ্ছিলেন। পূর্বাহ্নে মন্ত্রী একাডেমি প্যারেড গ্রাউন্ড শিক্ষানবীশদের অভিবাদন গ্রহণ করেন এবং সেখানকার আইনশৃঙ্খলা পর্যবেক্ষণ করেন। এখানে উল্লেখ্য যে, সমস্ত শিক্ষাপ্রাপ্ত ডিএসপি প্রাক্তন মুক্তিযােদ্ধ, মন্ত্রী অবৈধ অস্ত্রশস্ত্র অসাধু ব্যবসায়ী চোরাচালান, কালােবাজারী এবং সকল প্রকারের সমাজবিরােধী ব্যক্তিদের উৎখাত করার জন্য পুলিশদের প্রতি নির্দেশ দেন। মন্ত্রী বলেন, এ সমস্ত সমাজবিরােধী ব্যক্তিস্বাধীনতা খর্ব করার জন্য প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাবমূর্তি নষ্ট করার কাজে লিপ্ত রয়েছে। গত স্বাধীনতা সংগ্রামে পুলিশের ভূমিকার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, স্বাধীনতা রক্ষা করার জন্য সকল প্রকার কুচক্রিদের বিরুদ্ধে তারা অবশ্যই সংগ্রাম অব্যাহত রাখবে। উক্ত সভায় পুলিশের আইজি জনাব এ এইচ নুরুল ইসলাম দেশের পুলিশ অফিসারদের প্রশিক্ষণের জন্য একটি ট্রেনিং স্কুল, একটি ট্রাফিক স্কুল ও পুলিশের বিশেষ টেকনিক্যাল এবং ড্রাইভিং স্কুল স্থাপন করার দাবী জানান। একাডেমির অধ্যক্ষ জনাব এস কে চৌধুরী বলেন, ট্রেনিং আরাে উন্নত করার জন্য ইন্সট্রাক্টরদের উচ্চ ট্রেনিংয়ের প্রয়ােজন রয়েছে। খন্দকার নাজমুল হককে শ্রেষ্ঠ ক্যাডেট হিসেবে পুরস্কৃত করা হয়।২২

রেফারেন্স: ৭ মে, ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত