You dont have javascript enabled! Please enable it!

সেনাবাহিনীকে যথেষ্ট ক্ষমতা না দেয়ায় দ্রব্যমূল্য কমছে না

ঢাকা: জাতীয় সমাজতান্ত্রিক দলের সহ-সভাপতি শ্রী বিধান কৃষ্ণ সেন ও যুগ্ম সম্পাদক জনাব শাজাহান সিরাজ বলেছেন, সামরিক কর্তৃপক্ষের সহায়তায় সেনাবাহিনী তলবের মাধ্যমে জনগণের যদি কোন উপকার হয় তাহলে জাসদই সবচেয়ে খুশি হতাে। সােমবার সংবাদপত্রে প্রদত্ত এক বিবৃতিতে জাসদ নেতৃদ্বয় একথা বলেন। জাসদ নেতৃবৃন্দ বলেন, জাসদ জনগণের ভােগান্তির অবসানের জন্য ইতােপূর্বে ২৯ দফা দাবী উত্থাপন করেছে। জাসদ নেতৃবৃন্দ বলেন, দেশব্যাপী দুর্নীতি ও অনাচারের তুলনায় এ ব্যবস্থা যথেষ্ট নয়। সেনাবাহিনীকে বেসামরিক প্রশাসনের সাথে জুড়ে দেবার ফলে সমস্যার আদৌ কোন সমাধান হবে কিনা জাসদ নেতৃবৃন্দ সে বিষয়ে প্রশ্ন তােলেন। তারা অভিযােগ করেন, সমস্যার ভয়াবহতার তুলনায় সেনাবাহিনীকে যথেষ্ট ক্ষমতা দেয়া হয়নি। তাদের মতে এই কারণে সেনাবাহিনী নিয়ােগের এতদিন পরেও দ্রব্যমূল্য হ্রাস পায়নি। প্রসঙ্গত তারা ধর্মঘট, শােভাযাত্রা, মিছিলের উপর নিষেধাজ্ঞা আরােপের নিন্দা করেন। এতে করে বিদেশে বাংলাদেশের সম্মানহানি হয়েছে বলে তারা মতাে প্রকাশ করেন। বিবৃতিতে জাসদ নেতৃবৃন্দ বলেন, সরকার ও দেশের জনগণ এই কথা ভালােভাবেই জানে যে, কারা লাইসেন্স পারমিট, টিসিবির ডিলারশীপ বাগিয়েছে এবং দেশের নানাবিধ সংকট সৃষ্টি করেছে। কারা প্রকাশ্যে অস্ত্র নিয়ে ঘুরে বেড়ায়, নরহত্যা করে তাদের পরিচয় কারও অজ্ঞাত নয়। জাসদ নেতৃবৃন্দ ৪ টি বিষয়ের ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন এবং বলেন, এই ৪টি বিষয়ে সুষ্ঠু সমাধান করা না গেলে সেনাবাহিনী নিয়ােগের সুফল ফলবে না। প্রথমত দেশের ভয়াবহ মুদ্রাস্ফীতি ও উৎপাদন হ্রাসের কথা উল্লেখ করেন। তাছাড়া পাটের চোরাচালান ও মজুতদারী বন্ধ করা না গেলেও সমস্যা হ্রাস পাবে না। সরকারের বৈদেশিক মুদ্রা তহবিল প্রয়ােজনের তুলনায় যথেষ্ট নয় এবং জাতীয় প্রয়ােজনে কোন জরুরি আমদানির জন্যে যথেষ্ট বৈদেশিক মুদ্রা মজুত নেই বলে তারা উল্লেখ করেন।১৬

রেফারেন্স: ৬ মে, ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!