You dont have javascript enabled! Please enable it! 1974.05.06 | শান্তি আন্দোলনে বঙ্গবন্ধুর ভূমিকার প্রশংসা | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

শান্তি আন্দোলনে বঙ্গবন্ধুর ভূমিকার প্রশংসা

ঢাকা: বিশ্বশান্তি পরিষদের সেক্রেটারি জেনারেল মি. রমেশচন্দ্র এশিয়া তথা সমগ্র বিশ্বের শান্তি প্রতিষ্ঠার জন্য প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। মি. রমেশচন্দ্র সােমবার অপরাত্নে গণভবনে বঙ্গবন্ধুর সাথে সাক্ষাৎ করেন। এ সময়ে তার সাথে শান্তি পরিষদ প্রতিনিধিদলের অপর ৩ জন সদস্যও উপস্থিত ছিলেন। প্রতিনিধিদল বঙ্গবন্ধুর সাথে প্রায় ১ ঘণ্টাকাল অবস্থান করেন এবং উপমহাদেশের বিভিন্ন মানবিক সমস্যার সমাধান করার জন্য বঙ্গবন্ধু যে সব উদ্যোগ গ্রহণ করেন তার উল্লেখ করেন। বিশ্বে শান্তি ও নিরাপত্তার পক্ষে যে সব বিষয় হুমকি হয়ে দাঁড়িয়েছে প্রতিনিধিদল বঙ্গবন্ধুর সাথে সে সব বিষয় নিয়ে আলাপ-আলােচনা করেন। কৃষিমন্ত্রী ও বাংলাদেশ শান্তি পরিষদের সভাপতি জনাব আবদুস সামাদ আজাদ ও সাধারণ সম্পাদক জনাব আলী আকসাদও এ সময়ে গণভবনে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতি সকাশে রমেশচন্দ্র: মি. রমেশচন্দ্র অপরাহে বঙ্গভবনে রাষ্ট্রপতি জনাব মােহাম্মদ উল্লার সাথে সাক্ষাৎ করেন। প্রতিনিধিদল রাষ্ট্রপতির সাথে কিছু সময় ব্যয় করেন। এ সময় বাংলাদেশ শান্তি পরিষদের সভাপতি ও কৃষিমন্ত্রী জনাব আবদুস সামাদ আজাদও উপস্থিত ছিলেন।১৭

রেফারেন্স: ৬ মে, ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত