You dont have javascript enabled! Please enable it!

আওয়ামী লীগের সভায় অধিকাংশ সদস্যের অভিমত প্রকাশ

গত দুদিন ব্যাপী ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগ কার্যকরী সংসদের জরুরি বর্ধিত সভায় দেশের বর্তমান রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, আইন-শৃঙ্খলা এবং খাদ্য পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলােচনা হয়েছে। সভায় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে দেশব্যাপী দুষ্কৃতিকারী, মুনাফা শিকারী, মজুতদার, চোরাচালানী, বেআইনী অস্ত্রধারী, সমাজবিরােধী এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে পরিচালিত সম্মিলিত বাহিনীর কম্বিং অপারেশন’ গুরুত্ব সহকারে আলােচনা হয়েছে বলে জানা গেছে। আওয়ামী লীগের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে যে, দেশের ২৮টি জেলা থেকে আগত দলের স্থানীয় নেতৃবৃন্দ কার্যকরী সংসদের জরুরি বর্ধিত সভায় ২ দিনের আলােচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। জানা গেছে যে, আলােচনায় অংশগ্রহণকারী জেলা প্রতিনিধিদের অনেকে বেআইনী অস্ত্রধারী সমাজবিরােধী এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে পরিচালিত সম্মিলিত বাহিনীর অভিযান আরাে জোরদার করার দাবী জানিয়েছেন। আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ আলােচনায় এই অভিমত ব্যক্ত করেছেন যে, সম্মিলিত বাহিনী সমাজবিরােধীদের বিরুদ্ধে যে অভিযান চালাচ্ছে তার সাফল্যের উপরই দেশের অনেক কিছু নির্ভর করবে। তাই তারা পরিচালিত এই অভিযান আরাে জোরদার করে সমাজবিরােধীদের নির্মূল করার দাবী জানিয়েছেন বলে প্রকাশ। এখানে উল্লেখযােগ্য, বাংলাদেশ আওয়ামী লীগ কার্যকরী সংসদের জরুরি সভায় গত দুদিনের আলােচনায় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উপস্থিত ছিলেন। এ. এইচ. এম. কামারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় মন্ত্রিসভার সদস্যবৃন্দ এবং প্রতিমন্ত্রীগণ সংসদের সদস্য ও সদস্যাগণ এবং সারাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক জেলাগুলাের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন। রবিবার প্রায় সারাদিন ব্যাপী কার্যকরী সংসদের উক্ত জরুরি বর্ধিত সভায় গুরুত্বপূর্ণ আলােচনা চলে।
আজ কার্যকরী সংসদের সভা: আজ সােমবার বাংলাদেশ আওয়ামী লীগ কার্যকরী সংসদে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে। এতে দলের কার্যকরী সংসদের জরুরি বর্ধিত সভায় যে সব বিষয়ের উপর আলােচনা হয়েছে সেই সম্পর্কে দলীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে নির্ভরযােগ্য সূত্রে জানা গেছে। রাজনৈতিক পর্যবেক্ষক মহল আওয়ামী লীগ কার্যকরী সংসদের আজকের সভার উপর বিশেষ গুরুত্ব প্রদান করেছে। রাজনৈতিক পর্যবেক্ষক মহলের অভিমত, আওয়ামী লীগ কার্যকরী সংসদের আজকের সভায় যেসব সিদ্ধান্ত গৃহীত হবে তা আগামী দিনে দেশের সর্বক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।১০

রেফারেন্স: ৪ মে, ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!