খাদ্য সমস্যা সমাধানে সমন্বিত প্রচেষ্টা চাই
ঢাকা: খাদ্য ও বেসামরিক মন্ত্রী শ্রী ফণীভূষণ মজুমদার খাদ্য সমস্যা দূর ও হাওর এলাকার উন্নয়নে খাদ্য কৃষি ও যােগাযােগ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট সমস্যাগুলাে সর্বাত্মক ও সমন্বিত প্রচেষ্টার উপর গুরুত্ব আরােপ করেছেন বলে ঢাকায় প্রাপ্ত এক খবরে জানা গেছে। খাদ্যমন্ত্রী সকালে সিলেট রেস্টহাউসে স্থানীয় নেতৃবৃন্দ এবং জেলা প্রশাসন কর্মকর্তাদের সাথে কথাবার্তা বলছিলেন। সিলেটে গত ১৬ এপ্রিলের অপ্রত্যাশিত বন্যায় ক্ষয়ক্ষতির জন্য মন্ত্রী আন্তরিক দুঃখ প্রকাশ করেন এবং ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য সবরকম ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। মন্ত্রী বলেন, সংশােধিত রেশন এলাকাগুলােতে মালের পরিমাণ বাড়ানাের চেষ্টা করা হচ্ছে। অন্যান্যের মধ্যে এই সমাবেশে স্থানীয় সংসদ সদস্য জনাব হাবিবুর রহমান এবং আবদুল লতিফ উপস্থিত ছিলেন। মন্ত্রী স্থানীয় শিল্প ও বণিক সমিতি প্রতিনিধি দলের সাথেও বিভিন্ন সমস্যা নিয়ে আলাপ আলােচনা করেন। জনাব আবদুল মালেক প্রতিনিধি দলের নেতৃত্ব করেন। সিলেটের বিভিন্ন এলাকায় বিশেষ করে হবিগঞ্জ এবং অপর কয়েকটি স্থানে চাউলের মূল্য নিম্নগতিতে মন্ত্রী সন্তোষ প্রকাশ করেন। হবিগঞ্জে চাল (বােরাে) ৮০ থেকে ৯০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে। হবিগঞ্জ অবশ্য বন্যাকবলিত এলাকা নয়। তিনি হাবিলনগর চা বাগান পরিদর্শন করেন এবং চা বাগান শ্রমিকদের রেশন সমস্যা আলােচনা করেন। ঢাকা রওয়ানা হবার আগে মন্ত্রী সাবেক এমসিএ পূর্ণেন্দু সেনগুপ্তকে দেখতে যান। শ্রী সেনগুপ্ত বেশ কিছুদিন ধরে অসুখে শয্যাগত আছেন। দুদিন ব্যাপী সিলেট সফর শেষে খাদ্যমন্ত্রী বিকেলে ঢাকা ফিরে আসেন।৮
রেফারেন্স: ৩ মে, ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত