You dont have javascript enabled! Please enable it! 1974.05.02 | স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে পৃথক নার্সিং সংস্থা গঠন করা হচ্ছে | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে পৃথক নার্সিং সংস্থা গঠন করা হচ্ছে

ঢাকা: ১৯৭২-৭৩ অর্থবছরে প্রশিক্ষণ কোর্সে ৩৯ জন নার্স হলি ফ্যামিলি রেডক্রস হাসপাতাল, নার্সিং হােম থেকে কৃতকার্যতার সাথে প্রশিক্ষণ সমাপ্ত করেন। বৃহস্পতিবার প্রশিক্ষণপ্রাপ্ত নার্সের মধ্যে প্রশংসাপত্র ও পুরস্কার বিতরণ করা হয়েছে। সকালে নার্সিং স্কুলের মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী জনাব আবদুল মান্নান প্রশিক্ষণপ্রাপ্ত নার্সের মধ্যে পুরস্কার বিতরণ করেন। বাংলাদেশ রেডক্রস সােসাইটির চেয়ারম্যান গাজী গােলাম মােস্তফা এমপি উক্ত প্রশংসাপত্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তাছাড়া ড. স্যাম স্ট্রেটী, হলি ফ্যামিলি রেডক্রস হাসপাতালের ডিরেক্টর, প্রফেসর এম এম হােসেন প্রিন্সিপাল বি বি শশা এবং ডিগ্রিপ্রাপ্ত নার্সদের পক্ষ থেকে মিস বিরিয়ানা কিনার এই অনুষ্ঠানে ভাষণ দেন। মি. বানার্ড ডাের চলতি সালের সবচেয়ে বিজ্ঞ নার্স। প্রধান অতিথি হিসেবে ভাষণদানকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ নার্সিং সার্ভিসকে সুসংহত করার জন্য শীঘ্রই স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে একটি পৃথক নার্সিং ডিরেক্টরেট গঠন করা হবে। তিনি বলেন, জাতিকে যথাযথভাবে সেবা করার জন্য একটি নার্সিং সংস্থার বিশেষ প্রয়ােজন রয়েছে। সর্বশেষে মন্ত্রী জাতির সেবায় ডিগ্রিপ্রাপ্ত নার্সদেরকে আত্মনিয়ােগ করার জন্য আহ্বান জানান।৪

রেফারেন্স: ২ মে, ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত