You dont have javascript enabled! Please enable it! 1974.05.02 | দুর্নীতিবাজ সমবায়ের কোনাে স্থান নেই- মতিউর রহমান | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

দুর্নীতিবাজ সমবায়ের কোনাে স্থান নেই

ফেনী: সমবায় ও পল্লী উন্নয়ন দফতরের মন্ত্রী জনাব মতিউর রহমান সতর্কতার সাথে উচ্চারণ করেন যে, মেহনতি জনগণের দুঃখ-দুর্দশার বিনিময়ে যারা ব্যবসায় করছে সেসব দুর্নীতিবাজ সমবায়ের কোন স্থান নেই। সমবায় শেয়ার হােল্ডার দের এক বার্ষিক সভায় ভাষণ দানকালে মন্ত্রী উপরােক্ত মন্তব্য করেন। মন্ত্রী বলেন, সমবায়ের উদ্দেশ্য হচ্ছে জনগণের সেবা করা এবং এই প্রতিষ্ঠানগুলােতে কোন ভাবেই দুর্নীতি ঢুকতে দেয়া হবে না। উক্ত সভায় সভাপতিত্ব করেন ফেনী কলেজের ভাইস প্রিন্সিপাল জনাব আবদুল হােসেন। সভায় অন্যান্যের মধ্যে ভাষণ দেন সংসদ সদস্য জনাব খাজা আহমদ ও বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি সম্পাদক জনাব রহমত আলী। এর আগে পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত সদস্যদের কর্তৃক আয়ােজিত এক সংবর্ধনা সভায় ভাষণ দান কালে মন্ত্রী বলেন, পাকিস্তানি শাসন আমলে রাজনৈতিক স্বার্থ রক্ষার্থে জনগণকে দাবিয়ে রাখার জন্যেই বিডি পদ্ধতি গঠন করা হয়েছিল। কিন্তু বাংলাদেশ সরকার জনগণের কল্যাণ সাধনে বিশেষ প্রশাসনিক ক্ষমতা দিয়েই ইউনিয়ন পরিষদ গঠন করেছে। যাতে দেশের প্রতিটি নাগরিক স্বাধীনতার ফল ভােগ করতে পারেন। মন্ত্রী বলেন, সমাজের উন্নয়নকল্পে স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থা গঠন করা হয়েছে।

রেফারেন্স: ২ মে, ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত