You dont have javascript enabled! Please enable it! 1974.04.30 | আইডিবি বাংলাদেশের উন্নয়নে পর্যাপ্ত সাহায্য দেবে: তাজউদ্দীন | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

আইডিবি বাংলাদেশের উন্নয়নে পর্যাপ্ত সাহায্য দেবে: তাজউদ্দীন

অর্থমন্ত্রী জনাব তাজউদ্দীন আহমদ বলেন যে, এশীয় উন্নয়ন ব্যাংক আগামী আর্থিক বছরে উন্নয়ন কাজের জন্যে বাংলাদেশকে পর্যাপ্ত সাহায্য দিতে সম্মত হয়েছে। অর্থমন্ত্রী মঙ্গলবার ঢাকা বিমান বন্দরে সাংবাদিকদের সাথে আলােচনাকালে এ কথা জানান। জনাব তাজউদ্দীন কুয়ালালামপুরে অনুষ্ঠিত এশীয় ব্যাংকের বাের্ড অব গভর্নর সম্মেলনে যােগদানের পর আজ ঢাকায় ফিরে আসেন। অর্থমন্ত্রী বলেন, ব্যাংকের প্রেসিডেন্টের সাথে আলােচনাকালে তিনি আশ্বাস দিয়েছেন যে, ব্যাংকের সাহায্যপ্রাপ্ত দেশগুলাের মধ্যে বাংলাদেশের নাম ১ নাম্বারে থাকবে। জনাব তাজউদ্দীন জানান এশীয় উন্নয়ন ব্যাংক মাত্র শতকরা পয়েন্ট ৭৫ ভাগ সুদে বাংলাদেশকে বিপুল পরিমাণ ঋণ দেবে। উক্ত ব্যাংকের কর্মকর্তা বাংলাদেশে বর্তমান ধান গবেষণা ইন্সটিটিউটের উন্নয়নের জন্য আর্থিক, কারিগরি ও বিশেষজ্ঞ দিয়ে সাহায্য দিতে সম্মত হয়েছেন বলে তিনি জানান। জনাব তাজউদ্দীন জানান ব্যাংক কর্মকর্তাদের তিনি বিশেষভাবে বাংলাদেশের বর্তমান কৃষি ক্ষেত্রে উন্নয়ন ও সবুজ বিপ্লব সফল করার ক্ষেত্রে বিরাজমান সমস্যাদি অবহিত করেন। দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে সুদৃঢ় করার কাজে কৃষি উন্নয়ন ও সবুজ বিপ্লবের কর্মসূচিকে সার্থক করে তুলতে ব্যাংক সর্বাধিক অগ্রধিকার দিতে সম্মত হয়েছে বলে তিনি জানান। তিনি বলেন, ব্যাংকের বিভিন্ন সদস্য রাষ্ট্রসমূহ বাংলাদেশের ব্যাপারে অত্যধিক সহানুভূতিশীল।১০৯

রেফারেন্স: ৩০ এপ্রিল, ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত