You dont have javascript enabled! Please enable it!

বঙ্গবন্ধু ভারত সফরে যাচ্ছেন

ঢাকা: প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আগামী ১২ মে থেকে ১৬ মে পর্যন্ত ভারত সফর করবেন। গতকাল সােমবার অপরাহ্নে পররাষ্ট্র দফতর থেকে এই কথা ঘােষণা করা হয়েছে। ইতােপূর্বে সােমবার বিকালে পররাষ্ট্রমন্ত্রী ড. কামাল হােসেন এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন যে, বঙ্গবন্ধু আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে ভারত সফরে যাচ্ছেন। সাংবাদিক সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রী বলেন যে, ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধীর আমন্ত্রণক্রমে বঙ্গবন্ধু ভারত সফরে যাচ্ছেন। তিনি সেখানে ভারতীয় নেতাদের সাথে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলাপআলােচনা করবেন। প্রসঙ্গত উল্লেখযােগ্য ইতােপূর্বে বঙ্গবন্ধুর ভারত সফরের কথা ছিল। কিন্তু তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তার সফরের কর্মসূচি স্থগিত রাখা হয়। তিনি প্রয়ােজনীয় চিকিৎসার জন্য মস্কো গমন করেন। মস্কো থেকে স্বদেশ ফেরার পথে বঙ্গবন্ধু নয়া দিল্লিতে অবশ্য একদিন অবস্থান করেছেন। ড. কামাল হােসেন সাংবাদিক সম্মেলনে জানান যে,বঙ্গবন্ধুর আসন্ন ভারত সফরের বিস্তারিত কর্মসূচি প্রণয়ন করা হচ্ছে।১০৪

রেফারেন্স: ২৯ এপ্রিল, ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!