খাদ্যে স্বাবলম্বী করার কাজে ছাত্রদের আত্মনিয়ােগের আহ্বান
ঢাকা: ডাক ও তার দফতরের মন্ত্রী শেখ আবদুল আজিজ কৃষি ছাত্রগণকে বৈজ্ঞানিক কৃষি ব্যবস্থার কলা কৌশল আয়ত্ত করার জন্য এবং স্বল্পতম সময়ের মধ্যে খাদ্যের ব্যাপারে দেশকে স্বয়ংসম্পূর্ণ করে তােলার জন্য তাদের প্রতি আহ্বান জানান। বাংলাদেশ কৃষি কলেজে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি ভাষণ দান করছিলেন। এই অনুষ্ঠানে কলেজের অস্থায়ী প্রিন্সিপাল জনাব আলাউদ্দিন আহমেদ সভাপতির আসন গ্রহণ করেন। এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কলেজ ছাত্র ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট জনাব রেজাউল করিম বক্তৃতা করেন। তিনি ছাত্রগণকে অধ্যয়ন শেষ করার পর গ্রামে যাওয়ার জন্য এবং কৃষকদের অধিক উৎপাদনের কলাকৌশল শেখানের আহ্বান জানান। দেশের বর্তমান খাদ্য ঘাটতির পরিপ্রেক্ষিতে কৃষিব্যবস্থার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরাট দায়িত্বেও কথা উল্লেখ করেন। তিনি সন্তোষের সাথে বলেন, ১৯৭২ সালে যেখানে খাদ্য ঘাটতির পরিমাণ ছিল ৩০ লাখ টন কিন্তু বর্তমানে ঘাটতির পরিমাণ হ্রাস পেয়ে ১৮ লাখ টনে দাঁড়িয়েছে।১১০
রেফারেন্স: ৩০ এপ্রিল, ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত