You dont have javascript enabled! Please enable it! 1974.04.29 | বাংলাদেশকে জাতিসংঘ সদস্য হিসেবে দেখতে মিসর গভীর আগ্রহী | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

বাংলাদেশকে জাতিসংঘ সদস্য হিসেবে দেখতে মিসর গভীর আগ্রহী

ঢাকা: বাংলাদেশ সফররত ১০ সদস্য বিশিষ্ট মিসরের সংসদীয় প্রতিনিধি দলের নেতা ড. ওতেইফি বলেছেন, তার দেশ বাংলাদেশকে জাতিসংঘের সদস্য হিসেবে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। ড. ওতেইফি সােমবার অপরাহে ঢাকার হােটেলে ইন্টরকন্টিনেন্টালে আয়ােজিত এক সাংবাদিক সম্মেলনে ঘরােয়া আলাপ করছিলেন। তিনি বলেন, বাংলাদেশের মতাে একটি শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক দেশকে জাতিসংঘের বাইরে রাখার কোন যুক্তি তিনি খুঁজে পান না। ড. ওতেইফি প্রকাশ করেন যে, মিসর সব সময় বাংলাদেশের জাতিসংঘখভুক্তির প্রশ্নে সমর্থন যুগিয়ে এসেছে। মিসরীয় প্রতিনিধি দলের নেতা সতর্ক করে দিয়ে বলেন, সিরিয়া সীমান্তের গােলান পার্বত্য এলাকায় এখন যা ঘটেছে তা যে কোন সময় একটি ভয়াবহ যুদ্ধের কারণ হয়ে দাঁড়াবে। তিনি আশা প্রকাশ করেন যে, ইসরাইল যুদ্ধ বিরতি চুক্তিতে রাজী হয়ে আরও অধিকতর আরব এলাকা থেকে অবিলম্বে সৈন্যাপসারণে সম্মত হবে। তিনি বলেন, মিসর প্রকৃতপক্ষে ইসরাইলের সাথে এখনও লড়াই করছে। ইসরাইলীরা কেবল অধিকতর এলাকা ছেড়ে দিলেই মধ্যপ্রাচ্য শান্তি সুনিশ্চিত হতে পারে বলে তিনি মন্তব্য করেন। উপমহাদেশের বর্তমান পরিস্থিতিতে মিসরীয় সংসদীয় দলের নেতা সন্তোষ প্রকাশ। করেন। তিনি বলেন, ত্রিপক্ষীয় চুক্তির ফলে এলাকায় শান্তি সুদৃঢ় হবে। মিসরের জনগণ এতে খুশি হয়েছে বলে তিনি উল্লেখ করেন। মধ্যপ্রাচ্য ও আফ্রিকার মতাে উপমহাদেশের শান্তির উপরই বাংলাদেশ ভারত ও পাকিস্তানের জনগণের উন্নতি ও অগ্রগতি নির্ভর করছে বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, বৃহৎ শক্তিসমূহের মহাদেশীয় স্বার্থের জন্য যুদ্ধ ও শান্তি পরস্পরের পরিপূরক হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের জনগণ সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে কষ্ট সহিষ্ণুতার পরিচয় দিচ্ছে মিসরীয় নেতা তার প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন যে, সমাজতন্ত্র বাস্তবায়নের মাধ্যমে এদেশের জনগণের ভাগ্যের যথার্থ পরিবর্তন হবে। তিনি বলেন, বাংলাদেশের জনগণ প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের গতিশীল নেতৃত্বে বিভিন্ন ক্ষেত্রে যে ভাবে দ্রুত উন্নতি করছে, তা মিসরের জনগণের জন্য গর্বের বিষয়। ড, ওতেইফি বঙ্গবন্ধুকে একজন বিরাট রাষ্ট্রনায়ক হিসেবে বর্ণনা করে তার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত শিল্প কারখানাগুলাে প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে অবস্থানকালে তার এই ধারণা জন্মেছে যে, বাংলাদেশ দ্রুত সমাজতন্ত্র উত্তরণের দিকে এগিয়ে যাচ্ছে। বার্মার প্রেসিডেন্ট নে উইনের তিন দিন বাংলাদেশ সফরের পর দুদেশের মধ্যে যে যুক্ত বিবৃতি প্রকাশিত হয়েছে, ড. ওতেইফি তার প্রশংসা করেন। প্রতিনিধি দল আগামী বুধবার স্বদেশের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন বলে আশা করা যাচ্ছে।১০৫

রেফারেন্স: ২৯ এপ্রিল, ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত

error: <b>Alert:</b> Due to Copyright Issues the Content is protected !!