You dont have javascript enabled! Please enable it!

বঙ্গবন্ধু ও নে উইনের মধ্যে বিভিন্ন বিষয়ে আলােচনায় মতৈক্য

ঢাকা: প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বার্মার প্রেসিডেন্ট জেনারেল নে উইন দুটি প্রতিবেশী দেশের মধ্যে সম্ভাব্য সকল ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযােগিতাকে আরও সম্প্রসারণের জন্য তাদের সিদ্ধান্তের কথা পুনরায় ঘােষণা করেন। গণভবনে বার্মা প্রেসিডেন্ট জেনারেল নে উইন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মধ্যে দেড় ঘণ্টাকাল স্থায়ী আনুষ্ঠানিক সরকারি বৈঠক শেষে পররাষ্ট্র অফিসের একজন মুখপাত্র সাংবাদিকদের জানান যে, এই আলােচনা বৈঠকে আন্তর্জাতিক প্রশ্নসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে ব্যাপকভাবে মতবিনিময় করা হয়। মুখপাত্রটি আরও বলেন যে, দুই নেতা উপমহাদেশের এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও আলােচনা করেন। বঙ্গবন্ধু এবং জেনারেল নে উইন নজীরবিহীন দ্রব্যমূল্য বৃদ্ধিজনিত সমস্যা পর্যালােচনা করেন এবং এই ব্যাপারে উভয় দেশের মধ্যে সহযােগিতার প্রয়ােজনীয়তার উপর গুরুত্বারােপ করেন। তারা উন্নয়নগামী দেশগুলাের সমস্যাদি নিয়েও আলােচনা করেন। অত্যন্ত আন্তরিক বন্ধুত্বপূর্ণ ও খােলাখুলি পরিবেশে এই আলােচনা বৈঠক অনুষ্ঠিত হয় এবং এতে করে দুটি প্রতিবেশী দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার পথ প্রশস্ত হয় বলে মুখপাত্রটি উল্লেখ করেন। এই আলােচনা বৈঠকে বঙ্গবন্ধুকে সাহায্য করেন শিল্পমন্ত্রী সৈয়দ নজরুল ইসলাম, স্বরাষ্ট্রমন্ত্রী জনাব মনসুর আলী, বাণিজ্যমন্ত্রী খন্দকার মােশতাক আহমদ, পররাষ্ট্রমন্ত্রী ড. কামাল হােসেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব জনাব তােফায়েল আহমেদ, পরিকল্পনা কমিশনের সদস্য জনাব রেহমান সােবহান, রেঙ্গুনে বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব কে এস কায়সার প্রমুখ। বর্মী প্রেসিডেন্টকে সাহায্য করেন কাউন্সিল অব স্টেটের সদস্য ড. লাহান ও ড. মংসং, পররাষ্ট্রমন্ত্রী লা ফোন, প্রেসিডেন্ট অফিসের ডিরেক্টর জেনারেল কর্ণেল কী মীন্ট, পররাষ্ট্র দফতরের ডিরেক্টর ইউটিন লাট এবং বাংলাদেশে বর্মী চার্জ দ্যা এফেয়ার্স ইউ আই লুইন।৯৬

রেফারেন্স: ২৭ এপ্রিল, ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!