You dont have javascript enabled! Please enable it! 1974.04.27 | অর্থমন্ত্রী তাজউদ্দীন আহমদের আহ্বান | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

অর্থমন্ত্রী তাজউদ্দীন আহমদের আহ্বান

কুয়ালালামপুর: বাংলাদেশের অর্থমন্ত্রী জনাব তাজউদ্দীন আহমদ তার দেশের প্রথম পাঁচসালা পরিকল্পনা ব্যস্তবায়নে সহযােগিতা করার জন্য এশীয় উন্নয়ন ব্যাংকের প্রতি আহ্বান জানান। বাংলাদেশসহ অনুন্নত দেশসমূহের প্রতিব্যাংকের ঋণ এবং স্থানীয় ব্যয় সংস্থান কর্মসূচির প্রস্তাবকে বর্তমান সংকটজনক মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি তা চালু করার আহ্বান জানান। ব্যাংকের গভর্নর বাের্ডের সপ্তম বার্ষিক সম্মেলনে জনাব তাজউদ্দীন তৈল উৎপাদনকারী দেশসমূহকে এই মর্মে অনুরােধ করেন যে, অনুন্নত দেশগুলাের প্রয়ােজনে ব্যাংকের ব্যয় নির্বাহের জন্য তারা যেন অবিলম্বে পর্যাপ্ত অর্থের ব্যবস্থা করেন। তিনি উল্লেখ করেন নবজাত বাংলাদেশ বিশ্বব্যাপী পণ্যমূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে লাভবান হয় নি কারণ পাট ও চায়ের দাম আর্থিক সংকট নিরসনে ব্যাংক অতিরিক্ত সুবিধা প্রদান করবে বলে তিনি আশা প্রকাশ করেন। মালয়েশিয়ার ওপর প্রধানমন্ত্রী হুসেন তার বক্তৃতায় এশীয় উন্নয়ন ব্যাংকের প্রতি আঞ্চলিক ও উপ-আঞ্চলিক প্রকল্পগুলাের জন্য বিশেষভাবে দক্ষিণ-পূর্ব এশীয় জাতি গােষ্ঠীর জন্য ঋণ সুবিধা সম্প্রসারণের জন্য আহ্বান জানিয়েছেন। সভায় ভারতের অর্থমন্ত্রী শ্রী ওয়াই বি চরণ সভাপতির ভাষণে সারা বিশ্বে মুদ্রাস্ফীতি ও প্রাথমিক পণ্যের অভাবের দরুন ক্ষতিগ্রস্ত উন্নয়নগামী দেশগুলােকে কার্যকর সাহায্য প্রদানের পন্থা উদ্ভাবনের জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানান। জাপানের অর্থমন্ত্রী তাকেও ফাকুদা এশিয়ায় মূলধন বিনিয়ােগের পর্যাপ্ত সুযােগের সদ্ব্যবহারের উদ্দেশ্যে দ্রুত কারিগরি সাহায্য সম্প্রসারণের জন্য এশিয়া উন্নয়ন ব্যাংকের প্রতি আহ্বান জানান। তিনি জাপানের বিশেষ কারিগরি সাহায্য তহবিলের আওতায় সাহায্য প্রদানের আশ্বাস প্রদান করেন।৯৭

রেফারেন্স: ২৭ এপ্রিল, ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত