You dont have javascript enabled! Please enable it! 1974.04.27 | পরিবার পরিকল্পনা প্রকল্প বাস্তবায়নের ২শত কোটি টাকা বরাদ্দ | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

পরিবার পরিকল্পনা প্রকল্প বাস্তবায়নের ২শত কোটি টাকা বরাদ্দ

সঁথিয়া, পাবনা: স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী জনাব মান্নান আজ এখানে ঘােষণা করেন যে, দেশের প্রথম পাঁচসালা পরিকল্পনায় গৃহীত সকল স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা প্রকল্প বাস্তবায়নের জন্য ২ শত কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী আজ সকালে সাঁথিয়া থানা স্বাস্থ্য কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করাকালে বলেন, দেশের ৩ শত ৫৬ টি থানায় স্বাস্থ্য প্রকল্পের ভবন নির্মিত হবে। ইতােমধ্যেই এই সব প্রকল্প ভবন নির্মাণ কাজ শুরু হয়েছে। স্বাস্থ্যমন্ত্রীকে স্বাগত জানান। অধ্যাপক আবু সাইয়িদ এম.পি.। জনাব আবদুল মান্নান প্রসঙ্গত বলেন যে বঙ্গবন্ধুর গতিশীল নেতৃত্বে বাংলাদেশের সাড়ে ৭ কোটি মানুষ নির্দ্বিধায় মৌলিক অধিকার ভােগের জন্যই স্বাধীনতা লাভ করেছে। সরকার এই উদ্দেশ্যে বহু পরিকল্পনা প্রণয়ন করেছে। তিনি সব রকম সামাজিক অভিশাপ নিমূল এবং জনগণের শান্তি ও নিরাপত্তার জন্য সেনাবাহিনীর বর্তমান অভিযানে সহযােগিতা করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। জনাব মান্নান প্রসঙ্গত আরও বলেন যে, দেশের মানুষের সংখ্যা যাতে আর আতঙ্কজনকভাবে বৃদ্ধি না পায় তজ্জন্য পরিবার পরিকল্পনা গ্রহণের জন্য নবদম্পতিদের এগিয়ে আসতে হবে।৯৮

রেফারেন্স: ২৭ এপ্রিল, ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত