মওলানা ভাসানী কর্তৃক ভাসানী-ন্যাপের এডহক কমিটির নাম ঘােষণা
ঢাকা: বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ভাসানী পন্থী) প্রধান মওলানা আবদুল হামিদ খান ভাসানী শনিবার পার্টির এড হক কমিটির নাম ঘােষণা করেছেন। এই কমিটি আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত দলীয় কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করবেন বলে মওলানা ভাসানী স্বাক্ষরিত সংবাদপত্রে প্রদত্ত এক বিবৃতিতে উল্লেখ করা হয়। নিম্নে ভাসানী-ন্যাপের উক্ত এডহক কমিটির কর্মকর্তা ও সদস্যদের নাম দেয়া হলাে: মওলানা আবদুল হামিদ খান ভাসানী চেয়ারম্যান, ড. আলীম আল রাজী ভাইস চেয়ারম্যান, জনাব গাজী শহীদুল্লাহ ভাইস প্রেসিডেন্ট, জনাব সলিমুল হক খান মিল্কি ভাইস প্রেসিডেন্ট, জনাব বজলুস সাত্তার ভাইস প্রেসিডেন্ট, জনাব মুজিবুর রহমান চৌধুরী ভাইস প্রেসিডেন্ট, জনাব মশিউর রহমান সাধারণ সম্পাদক, জনাব আবু নাসের খান ভাসানী যুগ্ম সম্পাদক, জনাব নুরুর রহমান কোষাধ্যক্ষ, জনাব আজাদ সুলতান দপ্তর সম্পাদক, জনাব আলমগীর সিদ্দিকী সাংগঠনিক সম্পাদক, এস এ বারী এটি সাংগঠনিক সম্পাদক, জনাব মওলানা খালেদ সাইফুল্লাহ সাংগঠনিক সম্পাদক, অ্যাডভােকেট মােয়াজ্জেম হােসেন সাংগঠনিক সম্পাদক, জনাব ফিরােজ আলমােজাহিদ সদস্য ঢাকা জেলা, জনাব শামসুল হক সদস্য, জনাব মাঈন উদ্দিন ভুইয়া সদস্য, জনাব কাজী জাফর আহমদ ঐ, জনাব অ্যাড. মুজিবুর রহমান ঐ, জনাব সুলতান আহমদ ঐ, সিরাজুল হক মন্টু ঐ, জনাব নাজির আহমদ ঐ, জনাব শেখ আমজাদ আলী গােরাই ঐ খুলনা জেলা, জনাব শামসুল হক (সাতক্ষীরা) ঐ, জনাব আশরাফ আলী খান ঐ, মাহমুদ আলম খান ঐ খুলনা সিটি, জনাব নুরুল ইসলাম ঐ, জনাব রাশেদ খান মেনন ঐ বরিশাল জেলা, জনাব সিদ্দিকুর রহমান ঐ, বাবু সুনীল গুপ্ত ঐ বরিশাল জেলা, জনাব মাসুদ ঐ কুষ্টিয়া জেলা, জনাব ইছহাক আখন্দ ঐ ময়মনসিংহ, জনাব হেনা মিয়া (কিশােরগঞ্জ) ঐ, জনাব তরিকুল ইসলাম (নেত্রকোনা) ঐ, জনাব আবদুর রহমান টাঙ্গাইল ঐ, জনাব মােহাম্মদ আলী ঐ, জনাব শামসুর রহমান ফরিদপুর ঐ, জনাব এস শামসুল হুদা চট্টগ্রাম জেলা ঐ, জনাব কুতুবউদ্দিন আহমদ পা, চ. ঐ, জনাব ড. ফরিদুল হুদা কুমিল্লা ঐ, জনাব অ্যাড. আফসার উদ্দিন সিলেট ঐ, জনাব লুর রহমান ঐ, জনাব এমরাজ আলী সরদার রাজশাহী ঐ, জনাব অ্যাড, নাজিমুল আলম লাল বগু ঐ, জনাব আবদুস সােবহান রংপুর ঐ, জনাব ফজলে লােহানী পাবনা ঐ, জনাব মুরাদুজ্জামান ঐ, জনাব আনােয়ারুল হক চৌধুরী দিনাজপুর ঐ, জনাব এ এম কবির নােয়াখালী ঐ।৯৯
রেফারেন্স: ২৭ এপ্রিল, ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত