এশীয় উন্নয়ন ব্যাংক সম্মেলনে তাজউদ্দীন
কুয়ালালামপুর: অর্থমন্ত্রী জনাব তাজউদ্দীন আহমদ বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে বাস্তবায়িত করার জন্য বাংলাদেশকে সহযােগিতা করতে এশীয় উন্নয়ন ব্যাংকের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আরও বলেন, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে, বর্তমান জটিল পরিস্থিতিতেও ব্যাংক এই নতুন দেশকে প্রকল্প ঋণ ও স্থানীয় ব্যয় নির্বাহ ঋণ প্রদান করবে। জনাব তাজউদ্দীন আহমদ এশীয় উন্নয়ন ব্যাংকের বাের্ড অব গভর্নরদের সপ্তম বাৎসরিক সভায় ভাষণ দিচ্ছিলেন। ভাষণ দিতে যেয়ে জনাব তাজউদ্দীন আহমদ বলেন, বাংলাদেশের দু’টি রপ্তানি দ্রব্য পাট ও চায়ের রপ্তানি ব্যয়ভার অনেক বেড়ে যাওয়া সত্ত্বেও পাট ও চায়ের মূল্যে তেজীভাব পাওয়া যায়নি। বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক সংকটে ব্যাংক অতিরিক্ত সুযােগ সুবিধা প্রদান করবে বলে তিনি তার ভাষণে আশা প্রকাশ করেন।৯১
রেফারেন্স: ২৫ এপ্রিল, ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত