You dont have javascript enabled! Please enable it! 1974.04.24 | বঙ্গবন্ধু কঠোর হও: কামারুজ্জামান | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

বঙ্গবন্ধু কঠোর হও: কামারুজ্জামান

ঢাকা: বাংলাদেশ আওয়ামী লীগ প্রধান এ. এইচ. এম. কামারুজ্জামান জাতির পিতা প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কঠোর হওয়ার জন্য আহ্বান জানিয়ে বলেন, দেশের শােষক শ্রেণির দুর্নীতি এবং সমাজবিরােধী কার্যকলাপ বন্ধ করার প্রেক্ষিতে আজ জাতির পিতাকে কঠোর মনােভাবাপন্ন হতে হবে। নিপীড়িত জনগণের সংগঠন আওয়ামী লীগের কর্মীরা যেকোন পরিস্থিতি মােকাবেলা করার জন্য প্রস্তুত রয়েছে। বুধবার বিকালে ঢাকা নগর আওয়ামী লীগের কার্যালয়ে রমনা থানা আওয়ামী লীগের এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন। সম্মেলনে সভাপতিত্ব করেন নগর আওয়ামী লীগ প্রধান গাজী গােলাম মােস্তফা এবং অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব আবদুর রাজ্জাক, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব জনাব তােফায়েল আহমদ, ঢাকা নগর আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা অধ্যাপিকা ফরিদা রহমান এবং নগর শাখার সম্পাদক জনাব মােজাফফর হােসেন পন্টু। প্রধান অতিথির ভাষণে আওয়ামী লীগের সভাপতি জনাব এ এইচ এম কারুজ্জামান বলেন, বঙ্গবন্ধু কেবলমাত্র দেশবাসীর প্রতি উদারতা দেখাননি এই উপমহাদেশে শান্তি স্থাপনকল্পে পাকিস্তানের স্বীকৃতি দেয়ার পর সকল যুদ্ধবন্দিদের প্রতি ক্ষমা প্রদর্শন করেছেন। জনাব কামারুজ্জামান বলেন, এ পর্যন্ত যারা বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি তাদের বন্ধুত্ব আমরা কামনা করি। তবে তিনি আশা করেন যে, অবিলম্বে সেই সকল দেশ তাদের মানসিকতা পরিবর্তন করে বাংলাদেশের শান্তিকামী মানুষের পাশে এসে দাঁড়াবে। দেশে শােষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে হলে সর্বপ্রথম আমাদের আজ সকলকে বিবেকের সামনে দন্ডায়মান হতে হবে বলে জনাব কামারুজ্জামান অভিমত প্রকাশ করেন। তিনি এই সম্পর্কে আরও বলেন যে, দেশে বৈপ্লবিক পরিবর্তন এবং সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে আমাদের সকলের আজ চরিত্র সংশােধন করতে হবে।
আবদুর রাজ্জাক: দেশ থেকে দুর্নীতি উচ্ছেদ ও গুপ্তহত্যা বন্ধ করার উদ্দেশ্যে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব আবদুর রাজ্জাক প্রত্যেক জেলা থানা ও মহল্লার কর্মীদের সহযােগিতার আহ্বান করে বলেন, আপনারা দুর্নীতিবাজ ব্যক্তি, মজুতদার, মুনাফাখাের এবং বেআইনী অস্ত্রধারীদের নামের তালিকা আগামী ১ মাসের মধ্যে সংগঠনের কার্যালয়ে প্রেরণ করুন।’ সরকারকে তথ্য ও প্রমাণসাপেক্ষে তাদের বিচার করতে হবে। তিনি বলেন, সুযােগসন্ধানী এক শ্রেণির লােক সংগঠনে অনুপ্রবেশ করে বঙ্গবন্ধুর ভাবমূর্তি এবং তার প্রণীত কর্মসূচিকে বানচাল করার চেষ্টা করছে। আপনারা দয়া করে পিছনের কাতারে চলে যান। এদেশের দুঃখী মানুষই এবং দুঃখী মানুষের সংগঠন আওয়ামী লীগ সমাজতন্ত্র প্রতিষ্ঠা করবেই করবে। তিনি বলেন, আজ দেশের সাধারণ মানুষের মুক্তি ও স্বাধীনতার স্বাদ উপভােগ করাতে হলে বঙ্গবন্ধুকে কঠোর হতে হবে।
তােফায়েল আহমেদ: প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব জনাব তােফায়েল আহমেদ বলেন, আর মিছিল, শ্লোগান, বক্তৃতা, বিবৃতি নয়, দেশের সমাজতান্ত্রিক শত্রুদের নির্মূল করার জন্য বাস্তব পদক্ষেপ গ্রহণ করতে হবে। তিনি বলেন, বঙ্গবন্ধু আবার ডাক দেবেন দেশ থেকে দুর্নীতি উচ্ছেদের অভিযানের জন্য। এ জন্য সকলকে প্রস্তুত থাকতে হবে। তিনি বলেন, সংগ্রামের জন্যই আওয়ামী লীগ আর তার জন্মদাতা শেখ মুজিবুরের জন্ম। তিনি শুধু বাংলার নন, সারা বিশ্বের নিপীড়িত মানুষের মুক্তিদাতা।
মােজাফফর হােসেন পন্টু: ঢাকা নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মােজাফফর হােসেন পন্টু বলেন, শােষক শ্রেণি যত শক্তিশালী এবং যত উঁচু তলায়ই থাকুক না কেন তাকে নির্মূল করতে হবে। তিনি আওয়ামী লীগে অনুপ্রবেশকারীদের বিজ্ঞপ্তির মাধ্যমে বহিষ্কারের দাবী জানান।
ফরিদা রহমান: ঢাকা নগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা অধ্যাপিকা ফরিদা রহমান সভায় বলেন, শুধু বক্তৃতা নয় দুর্নীতি উচ্ছেদ করার জন্য বাস্তব কর্মসূচি নিয়ে দায়িত্ব দিতে হবে। তিনি এ সম্পর্কে মহিলাদের দায়িত্ব সম্পর্কে বলেন, যারা দুর্নীতি করছে তারা হয়তাে কোন মহিলার সন্তান কারাে স্বামী কারাে ভাই। তাই পরিবার থেকেই তাকে উচ্ছেদ করার প্রচেষ্টা করতে হবে। তিনি বলেন, আজ কর্মীরা নেতাদের কাছে আসেন লাইসেন্স পারমিটের সুপারিশ নিতে কিন্তু সংগঠনের দায়িত্ব ও কর্মসূচি বাস্তবায়নের কথা নিয়ে কেউ তৎপর নয়। তিনি বলেন, কর্মীরা যেন নিষ্ক্রিয় হয়ে পড়েছেন। আজ সকলকে দেশ ও দেশবাসীকে বাঁচানাের জন্য দায়িত্ব নিতে হবে।৮৬

রেফারেন্স: ২৪ এপ্রিল, ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত