You dont have javascript enabled! Please enable it!

উপযুক্ত সময়ের অপেক্ষা করছি: কামারুজ্জামান

ঢাকা: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি এ.এইচ.এম. কামারুজ্জামান বলেছেন, তার দল দেশে একটি সমাজতান্ত্রিক বিল্পব ঘটাবে বলে জানা গেছে। তবে এই জন্য বর্তমান উপযুক্ত সময়ে অপেক্ষা করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন। জনাব জামান মঙ্গলবার সূত্রাপুর থানা আওয়ামী লীগ কর্মীদের উদ্দেশ্যে বক্তৃতা করছিলেন। জনাব গাজী গােলাম মােস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জনাব মহিউদ্দিন আহমদ এমপি, দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব আবদুর রাজ্জাক এমপি, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব জনাব তােফায়েল আহমেদ। প্রধান অতিথির ভাষণে জনাব কামারুজ্জামান বলেন, সমাজতান্ত্রিক বিপ্লবকে সফল কওে তােলার জন্য একটি সৎ সুশিক্ষিত কর্মী বাহিনী চাই। তিনি কর্মীদের সর্বত্যাগী ও আদর্শবাদী হওয়ার জন্য রাজনৈতিক প্রশিক্ষণের উপর গুরুত্ব আরােপ করেন এবং বলেন যে, তার দল এ ব্যাপারে শীঘ্রই পদক্ষেপ গ্রহণ করবে। তিনি বেআইনী অস্ত্রধারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সরকার কারাে হতে অস্ত্র থাকতে দিবে না। বেআইনী অস্ত্র যে করেই হােক উদ্ধার করা হবে। তিনি বলেন, এ ব্যাপারে দলমত নির্বিশেষে সকলকেই সমান চোখে দেখা হবে। বক্তৃতায় জনাব আবদুর রাজ্জাক ও জনাব তােফায়েল আহমদ উভয়ই দলের ভিতরের ও বাইরের অসৎ দুর্নীতিবাজ ও সুবিধাবাদীদের বিরুদ্ধে সংগ্রাম করে যাওয়ার জন্য আওয়ামী লীগ কর্মীদের প্রতি আহ্বান জানান। আওয়ামী লীগের আশ্রয়ে থাকার কোন অধিকার নাই। তারা সতর্ক বাণী উচ্চারণ করে বলেন, এরা সমাজতন্ত্র ও বঙ্গবন্ধুর নীতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এদেরকে আওয়ামী লীগ কর্মীদেরই উৎখাত করতে হবে। জনাব আবদুর রাজ্জাক বলেন, সৎ আওয়ামী লীগ কর্মীরা সুবিধাবাদী ও অসৎ মজুতদারদের বিরুদ্ধে বিরামহীনভাবে সংগ্রাম চালিয়ে যাবে।৮১

রেফারেন্স: ২৩ এপ্রিল, ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!