প্রয়ােজনে বেআইনী অস্ত্রধারীদের প্রকাশ্যে গুলি: কামারুজ্জামান
ঢাকা: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জনাব কামারুজ্জামান বলেছেন, সরকার দেশে আইন-শৃঙ্খলা রক্ষা করার স্বার্থে যাদের হাতে বেআইনী অস্ত্র রয়েছে, এবং যারা জনজীবনে সংকট সৃষ্টি করেছে, তাদের প্রকাশ্যে গুলি করে মারতেও দ্বিধাবােধ করবে না। আওয়ামী লীগ প্রধান রবিবার যাত্রাবাড়িতে ঢাকা নগর আওয়ামী লীগ কর্তৃক আয়ােজিত এক বিরাট জনসভায় ভাষণ দিচ্ছিলেন। জাতীয় সংসদ সদস্য জনাব শামিম মিসিরের সভাপতিত্বে উক্ত জনসভায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব জনাব তােফায়েল আহমদ, ঢাকা নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মােজাফফর হােসেন পন্টু, প্রাক্তন এম, সি, এ জনাব সিরাজুল ইসলাম, প্রাক্তন এস, সি, এ, জনাব হেদায়েতুল ইসলাম, জনাব মােখলেসুর রহমান, জনাব ফজলুল করিম এবং জনাব রহমত আলী বক্তৃতা করেন। প্রধান অতিথির ভাষণে জনাব জামান বলেন, যাদের হাতে বেআইনী অস্ত্র রয়েছে, এবং যারা ধ্বংসাত্মক কার্যকলাপে লিপ্ত রয়েছে তাদের ধরিয়ে দিন। সরকার তাদের। কঠোরতম ব্যবস্থা গ্রহণে দ্বিধাবােধ করবে না। তিনি বলেন, নব্যপুঁজিপতি শ্রেণি গড়ে উঠার জন্য দেশ স্বাধীন করা হয়নি। আওয়ামী লীগ সরকার জনগণের দুশমন এসব নব্য পুঁজিপতিদের নির্মূল করে দিতে প্রস্তুত। প্রসঙ্গত তিনি বলেন, সমাজতন্ত্রে শশাষক এবং শােষিত পাশাপাশি থাকতে পারে না। যারা আওয়ামী লীগের নাম ভাঙ্গিয়ে নিজেদের ভাগ্য গড়তে ব্যস্ত, বঙ্গবন্ধুর সরকার তাদের উচ্ছেদ করতে সংকল্পবদ্ধ।
আওয়ামী লীগ সভাপতির ভাষণে মুনাফাখখার, মজুতদার, কালােবাজারী ও চোরাকারবারীসহ সমাজদেহে যারা সংকট সৃষ্টি করছে তাদের ধরিয়ে দেয়ার জন্য গণকমিটি এবং আওয়ামী লীগ কর্মীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, যারা জনসাধারণকে বিষিয়ে তুলেছে সমাজদেহ থেকে তাদের অবশ্যই উচ্ছেদ করতে হবে। জনাব কামারুজ্জামান আরও বলেন যে, দেশের বর্তমান খাদ্য সংকট মােকাবেলার জন্য বিরােধী দলসহ সকলকে একযােগে এগিয়ে আসতে হবে। ৭৪
রেফারেন্স: ২১ এপ্রিল, ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত