দৈনিক পাকিস্তান
২১শে ফেব্রুয়ারি ১৯৬৯
মীজানুর রহমান চৌধুরী কর্তৃক গোলটেবিল বৈঠক পরিস্থিতি ব্যাখ্যা :
মুজিব প্যারোলে রাওয়ালপিণ্ডি যাবেন না
(ষ্টাফ রিপোর্টার)
ছয়দফাপন্থী আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীজানুর রহমান চৌধুরী গত রাতে এক বিবৃতিতে বলেন যে, শেখ মুজিব প্যারোলে গোলটেবিল বৈঠকে যোগ দেবেন না। তিনি এ ব্যাপারে রেডিও পাকিস্তানের খবরের প্রতিবাদ করেছেন।
গতকাল বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে তিনি বলেন, রেডিও পাকিস্তানের উক্ত খবরের কোন সত্যতা নেই। তিনি বলেন যে, আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার না করা পর্যন্ত শেখ মুজিব আলোচনায় যোগ দেবেন না।
এপিপি পরিবেশিত জনাব মীজানুর রহমান চৌধুরীর বিবৃতির বিবরণ নীচে দেয়া হলঃ শেখ মুজিবকে প্যারোলে মুক্তি দেয়া হচ্ছে এবং রাওয়ালপিণ্ডিতে গোলটেবিল বৈঠকে তিনি যোগ দিতে যাচ্ছেন বলে জনাব ফরিদ আহমদ এম এন এর উদ্ধৃতি দিয়ে রেডিও পাকিস্তান যে খবর প্রচার করেছে তা শুনে আমি মর্মাহত হয়েছি।
এই খবরের কোনরূপ সত্যতা নেই। আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার না করা হলে শেখ মুজিব আলোচনায় যোগ দেবেন না। ডাকের আহ্বায়ক নবাবজাদা নসরুল্লা খান এই বিভ্রান্তি জনক খবর অনুমোদন করায় আমি বিস্মিত হয়েছি।
আমি পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের পক্ষ থেকে রেডিও পাকিস্তানের এই খবরের প্রতিবাদ করছি। কারণ শেখ মুজিব এখনো ক্যান্টনমেন্টে রয়েছেন।
সুত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু: পঞ্চম খণ্ড ॥ ষাটের দশক ॥ চতুর্থ পর্ব ॥ ১৯৬৯