শরণার্থী সম্পর্কে বেসরকারি প্রস্তাব গৃহীত
২৫ জুন, ১৯৭১: আজ ত্রিপুরা বিধানসভায় বাংলাদেশ থেকে আগত শরণার্থীদের দায়িত্ব সীমান্তবর্তী রাজ্যগুলাের সঙ্গে ভাগাভাগি করার পর ভারতের অপরাপর রাজ্যগুলােকে নেওয়ার জন্য অনুরােধ জানাতে এবং পূর্ণ দায়িত্ব নেওয়ার জন্য ভারত সরকারকে অনুরােধ করার জন্য এক বেসরকারি প্রস্তাব সংশােধনীয় আকারে ধ্বনি ভােটে গৃহীত হয়। এই সম্পর্কে মূল প্রস্তাবটি একযােগে উত্থাপন করেন চারজন বিধানসভা সদস্য সর্বশ্রী অঘাের দেববর্মা, যতীন্দ্র কুমার মজুমদার, সুনীল চন্দ্র দত্ত ও নরেশ রায়। সংশােধন প্রস্তাবটি আনেন সদস্য শ্রীসুরেশ চন্দ্র চৌধুরী।
সূত্র: ত্রিপুরা
১ জুলাই, ১৯৭১
১৬ আষাঢ়, ১৩৭৮