তাজউদ্দিন সকাশে সারজিভ, চালু প্রকল্পে রুশ সাহায্য সম্পর্কে আলােচনা
ঢাকা: প্রথম পঞ্চবার্ষিকী সােভিয়েত সাহায্যের ব্যাপারে সফররত সােভিয়েত অর্থনৈতিক প্রতিনিধিদলের নেতা মি. বি এ সারজিভ অর্থমন্ত্রী জনাব তাজউদ্দীন আহমদের সাথে আলােচনা করেন। মি. সারজিভ শনিবার সন্ধ্যায় অর্থমন্ত্রীর সাথে তার বাসভবনে সাক্ষাৎ করেন। আলােচনাকালে অর্থমন্ত্রী জনাব তাজউদ্দীন আদর্শগতভাবে এক এবং বন্ধু রাষ্ট্রগুলাে থেকে উন্নয়ন প্রকল্পসমূহে সাজসরঞ্জাম এবং বিশেষজ্ঞ প্রেরণের মাধ্যমে অধিকতর সহায়তার উপর গুরুত্ব আরােপ করেন।
প্রতিমন্ত্রী রিয়াজ উদ্দিনের সাথে সাক্ষাৎ: সােভিয়েত প্রতিনিধিদল গতকাল বন, পশু পালন এবং মৎস্য উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী জনাব রিয়াজ উদ্দিনের সাথে তার দপ্তরে সাক্ষৎ করেন। সাক্ষাৎকারের সময় প্রতিনিধি দলের নেতা মি. সারজিভ বলেছেন, বাংলাদেশের মৎস্য শিল্প এবং বন উন্নয়নে সােভিয়েত ইউনিয়ন সাহায্য করে যাবে। এ প্রসঙ্গে তিনি উপকূলীয় অঞ্চলের বন সম্পদের উন্নয়নে একদল সােভিয়েত বিশেষজ্ঞ প্রেরণের প্রস্তাব করেন। উল্লেখযােগ্য যে, মি, সারজিভ সােভিয়েত ইউনিয়নের বৈদেশিক অর্থনৈতিক সম্পর্ক সংক্রান্ত রাষ্ট্রীয় কমিটির ডেপুটি চেয়ারম্যান।৬৮
রেফারেন্স: ২০ এপ্রিল, ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত