শিক্ষকদের সমস্যা সম্পর্কে সরকার সম্পূর্ণ সজাগ
ঢাকা: শুক্রবার শিক্ষামন্ত্রী অধ্যাপক ইউসুফ আলী বলেন, শিক্ষক সম্প্রদায়ের সমস্যাবলী সমাধানে সরকার সম্ভাব্য সকল প্রকার পদক্ষেপ গ্রহণ করবেন। গ্রাফিক আর্ট ইন্সটিটিউটে সাংস্কৃতিক অনুষ্ঠানে উদ্বোধনী ভাষণে মন্ত্রী এই কথা বলেন, তিনি বলেন, শিক্ষক সম্প্রদায়ের সমস্যা সম্পর্কে সরকার সম্পূর্ণ অবগত রয়েছে। মন্ত্রী যুবসমাজের নৈতিক চরিত্রের ক্রমাবনতি সমাজ উন্নয়নে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে এবং সামাজিক সংহতির সূত্রসমূহকে অঙ্কুরেই বিনষ্ট করে দিচ্ছে। সামাজিক মূল্যবােধের উপকরণসমূহকে যথাযথভাবে টিকিয়ে রাখার জন্য দেশের যুবসম্প্রদায়ের প্রতি আকুল আবেদন জানিয়েছেন। তিনি বলেন, সামাজিক মূল্যবােধকে টিকিয়ে রাখাই সমাজ বিকাশের পূর্বশর্ত। মন্ত্রী সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে প্রকৃত জীবনের রূপরেখা ধরে অঙ্কনের জন্য আবেদন জানিয়েছেন।৬৯
রেফারেন্স: ২০ এপ্রিল, ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত