নেত্রকোনায় জাসদের প্রতিবাদ মিছিলে পুলিশের লাঠিচার্জ ও গ্রেফতার ৫
নেত্রকোনা: গত ১৭ মার্চের অপ্রীতিকর ঘটনার প্রতিবাদে জাসদের আহত হরতাল এখানে আংশিকভাবে পালিত হয়। সকাল ৯ টা পর্যন্ত শহরে পূর্ণ হরতাল ছিল বলে প্রকাশ। জাসদ সমর্থিত একটি মিছিল বড় বাজার থেকে মােড় নেবার সময় স্থানীয় একটি ব্যাংকের সম্মুখে পুলিশ মিছিলের উপর লাঠিচার্জ করে এবং ৫ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মধ্যে ছাত্রলীগের (রব-সিরাজ) নেত্রকোনা জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক রয়েছেন। প্রকাশ, গ্রেফতারকৃত প্রায় সকলেই পুলিশের প্রহারে সামান্য আহত হয়েছেন। অতঃপর জাসদ ও ছাত্রলীগ। নেতৃবর্গ আত্মগােপন করতে বাধ্য হয়। সশস্ত্র পুলিশ সন্ধ্যা পর্যন্ত সারা শহরে টহল দিয়েছে। অন্য কোনাে অপ্রীতিকর ঘটনা ঘটেনি।৭১
রেফারেন্স: ২০ এপ্রিল, ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত