রুশ-বাংলা মৈত্রী অর্থনৈতিক উন্নয়নে সহায়ক হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা: স্বরাষ্ট্র ও যােগাযােগমন্ত্রী জনাব এম, মনসুর আলী শুক্রবার বিকালে বলেছেন, সােভিয়েত ইউনিয়নের সাথে ক্রমবর্ধমান সম্পর্ক আমাদের অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করবে। জনাব মনসুর আলী মতিঝিল বাণিজ্যিক এলাকাস্থ সােভিয়েত যন্ত্রপাতি প্রদর্শনী কক্ষে জাহাজ এবং নৌযান সরঞ্জাম প্রদর্শনীর উদ্বোধনকালে এই কথা বলেন। জনাব মনসুর বলেন, এ প্রদর্শনী সােভিয়েত ইউনিয়নের অগ্রগতির সাফল্যতরই পরিচায়ক। এ প্রদর্শনী বাংলাদেশের প্রকৌশলীদেরকে জাহাজ নির্মাণে উৎসাহিত করবে। এ প্রসঙ্গে জনাব মনসুর আলী যুদ্ধকালীন এবং যুদ্ধোত্তরকালে বাংলাদেশের জাতীয় পুনর্গঠনে সােভিয়েত ইউনিয়নের সাহায্যের কথা উল্লেখ করেন।
হ্নে, সােভিয়েত বাণিজ্য প্রতিনিধি মি. জাবরেভ তার দেশের তৈরি নৌ-সরঞ্জাম বিষয়ে বক্তৃতা করেন। তিনি বলেন, এ সমস্ত সরঞ্জাম বাংলাদেশের চাহিদা অনুসারে সােভিয়েত ইউনিয়ন সরবরাহ করতেও প্রস্তুত। পরে প্রদর্শনী পরিচালক মি. মাকারভ মন্ত্রী মহােদয় এবং উপস্থিত গণ্যমান্য অতিথিদের প্রদর্শনীর যন্ত্রপাতি ঘুরিয়ে দেখান।৬৩
রেফারেন্স: ১৯ এপ্রিল, ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত