এবার বাংলাদেশের জাতিসংঘে সদস্যপদ লাভ সুনিশ্চিত
ঢাকা: জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বাংলাদেশের দরখাস্তটি পুনরায় উত্থাপিত হলে বাংলাদেশ সুনিশ্চিতভাবে জাতিসংঘের সদস্যপদ লাভে সক্ষম হবে। বিশেষ ওয়াকেফহাল মহল থেকে জানা যায় যে, দরখাস্তটি খুব শীঘ্রই নিরাপত্তা পরিষদে উত্থাপিত হবে। কূটনৈতিক পর্যবেক্ষকগণ মনে করেছেন যে, চীন ১৯৭২ সালের মতাে এবার আর ভেটো প্রয়ােগ করবে না। কারণ বাংলাদেশের জাতিসংঘভুক্তির প্রশ্নে চীন যে সব শর্ত আরােপ করেছিল তা পূরণ হয়েছে। চীনের শর্তগুলাের মধ্যে হলাে, বাংলাদেশ থেকে ভারতীয় সেনাবাহিনীর প্রত্যাহার এবং সকল পাকিস্তানি যুদ্ধবন্দির স্বদেশে প্রত্যাবর্তন। যুদ্ধাপরাধের দায়ে বিচারাধীন ১৯৫ জন পাকিস্তানি যুদ্ধবন্দিকে ক্ষমা প্রদর্শনের ফলে চীনের সকল শর্তই পূর্ণ হল। কাজেই বিশ্বসংস্থায় বাংলাদেশের অন্তর্ভুক্তির ব্যাপারে চীনের আর কোন আপত্তি থাকার কথা নয়। কূটনৈতিক মহল থেকে জানা গেছে যে, সম্প্রতি দিল্লিতে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় আলােচনার সময় পাকিস্তানি প্রতিনিধিদল এই মর্মে আভাস দিয়েছিলেন যে, তারা জাতিসংঘে বাংলাদেশের অন্তর্ভুক্তির ব্যাপারে চাপ দেবেন। অর্থাৎ চীন যেন আর বাধার সৃষ্টি না করে সেজন্য ইসলামাবাদ চীনকে বুঝিয়ে রাজী করাবে। পাকিস্তান চীনকে বুঝাক বা নাই বুঝাক, বাংলাদেশ যখন চীনসহ সকল রাষ্ট্রের সাথে বন্ধুত্ব কামনা করে তখন সংগত কারণ ছাড়া চীন কর্তৃক বাংলাদেশের বিরুদ্ধাচরণের কোন কারণ নেই।৬৪
রেফারেন্স: ১৯ এপ্রিল, ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত