You dont have javascript enabled! Please enable it! 1974.04.18 | গ্যাস ও তেল সম্পদ আহরণ প্রশ্নে সােভিয়েত প্রতিনিধিদলের আলােচনা | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

গ্যাস ও তেল সম্পদ আহরণ প্রশ্নে সােভিয়েত প্রতিনিধিদলের আলােচনা

ঢাকা: সােভিয়েত ইউনিয়ন বাংলাদেশের প্রথম পাঁচসালা পরিকল্পনার প্রাকৃতিক গ্যাস ও তেল অনুসন্ধানের ব্যাপারে সম্ভাব্য সকল প্রকার সহযােগিতা দেবে। বিজ্ঞান গবেষণা ও প্রাকৃতিক সম্পদ দফতরের মন্ত্রী ড. মফিজ চৌধুরী বৃহস্পতিবার তার দপ্তরে সফররত উচ্চ ক্ষমতাসম্পন্ন সােভিয়েত অর্থনৈতিক প্রতিনিধিদলের সাথে ১ ঘণ্টাব্যাপী আলাপ-আলােচনার পর উক্ত তথ্য জানান। মফিজ চৌধুরী জানান, তিনি জামালগঞ্জের কয়লাখনি প্রকল্প, সিমেন্ট কারখানা প্রতিষ্ঠা ও সারাদেশে ব্যাপকভাবে প্রাকৃতিক গ্যাস ব্যবহারের জন্য পাইপ লাইন স্থাপনের বিষয় নিয়ে সােভিয়েত প্রতিনিধিদলের সাথে পুঙ্খানুপুঙ্খ আলােচনা করেছেন। মেথলীন ও অন্যান্য কেমিক্যাল তৈরির কাজে প্রাকৃতিক গ্যাস ব্যবহারের সম্ভাব্যতা এবং রূপপুর আণবিক শক্তি প্রকল্পের বিষয় নিয়েও আলাপ আলােচনা হয়েছে বলে ড, মফিজ চৌধুরী উল্লেখ করেন। সােভিয়েত প্রতিনিধিদের নেতা মি. ভি সারজেভ এইসব প্রকল্প বাস্তবায়নে সম্ভাব্য সকল প্রকার সহযােগিতার আশ্বাস দেন। মি. সারজেভ যে সব ক্ষেত্রে সােভিয়েত সহযােগিতা পাওয়া যাবে সেসব ক্ষেত্রগুলাে সুনির্দিষ্টকরণের জন্য উপযুক্ত পর্যায়ে আরাে আলাপ-আলােচনার সুপারিশ করেন।৫৯

রেফারেন্স: ১৮ এপ্রিল, ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত