You dont have javascript enabled! Please enable it!

মওলানা ভাসানী কৃষক আন্দোলন গড়ে তােলার ডাক দিয়েছেন

ঢাকা: বাংলাদেশ কৃষক সমিতির আহ্বায়ক মওলানা ভাসানী ৯ দফা দাবীর ভিত্তিতে দেশব্যাপী ব্যাপক কৃষক আন্দোলন গড়ে তােলার জন্য কৃষক সমাজের প্রতি আহ্বান জানান। মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নামে সংগঠনের প্রধান সংগঠক জনাব আবদুল মান্নান ভূঁইয়া স্বাক্ষরিত একটি বিবৃতিতে বলা হয়েছে যে, নয় দফা দাবীর ভিত্তিতে সারা দেশে কৃষক আন্দোলন ছড়িয়ে দেয়ার উদ্দেশ্য আগামী ২৯ এপ্রিল ঢাকায় কৃষক জমায়েত অনুষ্ঠিত হবে। মওলানা ভাসানীর নামে প্রদত্ত বিবৃতিতে নয় দফা দাবীর উল্লেখ রয়েছে তা হলাে-গ্রামাঞ্চলে লঙ্গরখানা খুলতে হবে। টেষ্ট রিলিফের কাজ চালু করতে হবে। দলীয় দুর্ভিক্ষ প্রতিরােধ কমিটি গঠন করতে হবে। রক্ষী বাহিনীর অত্যাচার বন্ধ করতে হবে। সকল রাজ বন্দির মুক্তি ও গ্রেফতারী পরােয়ানা বাতিল করতে হবে। গুপ্তহত্যা, চুরি, ডাকাতি ও সন্ত্রাস বন্ধ করতে হবে। চোরাকারবারী, মজুতদার, মুনাফাখাের ও কালােবাজারী বন্ধ করতে হবে। ঘুষখাের দুর্নীতিবাজ খতম এবং ভারত ও রাশিয়ার সাথে সকল প্রকার গােপন ও অসম চুক্তি বাতিল করতে হবে। মওলানা ভাসানীর নামে প্রচারিত উক্ত বিবৃতিতে বলা হয় যে, দেশের বর্তমান পরিস্থিতির হাত থেকে রক্ষা পাওয়ার একমাত্র পথ হচ্ছে সুসংগঠিত ও সুসংবদ্ধ আন্দোলন। বিবৃতিতে কৃষক ও কৃষক কর্মীদের বাজারে, বন্দরে ও গ্রামের সর্বত্র কৃষক এই ভাবেই মরবেনা-এইবার শুধু ধনিক, বণিক, লুটপাট সমিতির সদস্যদের নিয়েই মরবে। যদি বাঁচতে হয়, তবে সমান অধিকার নিয়েই বাঁচবাে। অন্যথায় শােষক ও শােষিত মানুষ একত্রেই মরবে।৫৮

রেফারেন্স: ১৭ এপ্রিল, ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!