You dont have javascript enabled! Please enable it!

ভাসানী ঐক্যফ্রন্টের চেয়ারম্যান ও আতাউর রহমান সম্পাদক হলেন

ঢাকা: গত সােমবার ঢাকার ৬ টি রাজনৈতিক প্রতিষ্ঠানের উদ্যোগে গঠিত ঐক্যফ্রন্টের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়। জাতীয় লীগ প্রধান জনাব আতাউর রহমান এতে সভাপতিত্ব করেন। গত মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানাে হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে ভাসানী-ন্যাপ প্রধান মওলানা আবদুল হামিদ খান ভাসানীকে ঐক্যফ্রন্টের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়। তাছাড়া জনাব আতাউর রহমান খানকে প্রধান সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটি গঠন করা হয়। ঘােষণাপত্র অনুযায়ী ঐক্যফ্রন্টের অংশীদার প্রতিটি দলের একজন। করে প্রতিটি দলের একজন করে প্রতি মাসে সম্পাদকের দায়িত্বভার গ্রহণ করবেন। কমিটির অন্য সদস্যগণ হচ্ছেন সর্বজনাব মশিউর রহমান, ড. আলিম আল রাজী, হাজী মােহাম্মদ দানেশ, সিরাজুল হােসেন খান। এতে জাতীয় কমিটি ছাড়া প্রত্যেক কমিটি ছাড়াও প্রত্যেক দলের সমন্বয়ে একটি অতিরিক্ত কমিটি নিয়ােগ করা হচ্ছে। এই কমিটির সদস্যরা হচ্ছেন, সর্বজনাব আবদুল ওয়াদুদ খান, আনসার হােসেন, হায়দার আকবর খান, রহুল আমিন, কায়সার। সভায় আগামী ২১ এপ্রিল পলটন ময়দানে ঐক্যফ্রন্টের উদ্যোগে একটি জনসভা করার সিদ্ধান্ত নেয়া হয়। মওলানা। ভাসানীসহ বিভিন্ন শরিক দলের প্রতিনিধিদল এতে ভাষণদান করেন।৫২

রেফারেন্স: ১৬ এপ্রিল, ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!