You dont have javascript enabled! Please enable it!

কম্যুনিজমের বিরুদ্ধে লড়াই করে ‘আল্লাহবাদ প্রতিষ্ঠা করুন: ভাসানী

ঢাকা: মওলানা ভাসানী হুকুমতে রব্বানী সমিতির সদস্যদের ক্যুনিজমের বিরুদ্ধে লড়াই করে আল্লাহবাদ প্রতিষ্ঠা করার আহ্বান জানান। ভাসানী-ন্যাপ মওলানা ভাসানী রবিবার সকালে ৪ নং মহাজনপুর লেনে হুকুমতে রব্বানী সমিতির অফিস ও পাঠাগার উদ্বোধনী অনুষ্ঠানে উপরােক্ত আহ্বান জানান। মওলান ভাসানী জাতির জনক, মন্ত্রিসভার সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিত্তশালী ব্যক্তিসহ দেশের সকল মানুষকে এক বেলা ভাত খেতে হবে। গ্রাম বাংলার লােকেরা আজ ভাতের বদলে কচু ও অখাদ্য ভক্ষণ করছে। এভাবে আর চলতে দেয়া যেতে পারে না। ১৯৪২ সনে লােক দুর্ভিক্ষে মারা গেছে। এবার দুর্ভিক্ষ হলে লক্ষ লক্ষ লােক মারা যাবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। তিনি হুকুমতে রব্বানীয়া সমিতির আদর্শ, উদ্দেশ্য ব্যাখ্যা করে বলেন, সমিতির উদ্দেশ্য হচ্ছে ইসলামের আদর্শ প্রতিষ্ঠা করা। এর ফলে কোন সম্প্রদায় কোন সম্প্রদায়কে শােষণ করবে না। তিনি বলেন, বাংলাদেশের জনগণ লুটপাট সমিতি কর্তৃক ভারতে পাচারকৃত ৮শত কোটি টাকার হিসাব চাই। তিনি দেশের রাজনৈতিক অবস্থা প্রশমিত করার জন্য সকল রাজনৈতিক কর্মীর মুক্তি দাবী করেন।
ঐক্যফ্রন্টকে সাহায্য করুন: ভাসানী-ন্যাপ প্রধান মওলানা আবদুল হামিদ খান ভাসানী ৪ দফা ভিত্তিক বিরােধী দলের ঐক্যফ্রন্টকে সাহায্য করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। মঙ্গলবার মওলানা ভাসানী সংবাদপত্রে প্রদত্ত এক যুক্ত বিবৃতিতে উপরােক্ত আহ্বান জানান। মওলানা ঐক্যফ্রন্টের নেতাদেরও আহ্বান জানান। যুক্ত বিবৃতিতে অন্যান্যের মধ্যে স্বাক্ষরদান করেন সর্ব জনাব সিরাজুল হক, আবু নাসের খান ভাসানী, ফজলে লােহানী, আজাদ সুলতান, অ্যাডভােকেট মুজিবুর রহমান, আবদুল সােবহান প্রমুখ।
ঐক্যফ্রন্টের প্রতি সমর্থন: জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি কমরেড আবুল বাশার এবং সাধারণ সম্পাদক জনাব এম এ মােতালিব এক যুক্ত বিবৃতিতে দেশের ৬টি রাজনৈতিক সংগঠন সমন্বয়ে নবগঠিত বিরােধী দলীয় ঐক্যফ্রন্টের প্রতি সমর্থন জ্ঞাপন করেছেন। বিবৃতিতে শ্রমিক নেতৃবৃন্দ নবগঠিত বিরােধী দলীয় ঐক্যফ্রন্টের পতাকাতলে সমবেত হয়ে ব্যাপক গণআন্দোলন গড়ে তােলার জন্য দেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষের প্রতি আহ্বান জানান।৫৪

রেফারেন্স: ১৬ এপ্রিল, ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!