বৈদেশিক সাহায্য কাজ করার মনােবৃত্তি নষ্ট করে দেবে
কালকিনি, মাদারীপুর: সমবায় ও পল্লী উন্নয়ন দফতরের মন্ত্রী জনাব মতিউর রহমান বৈদেশিক সাহায্যের প্রতি তাকিয়ে না থেকে উৎপাদন ক্ষেত্রে কঠোর পরিশ্রম করে আত্মনির্ভরশীলতা অর্জনের জন্য জনগণের প্রতি আহ্বান জানান। মন্ত্রী স্থানীয় স্কুল ময়দান ভাষণদানকালে উপরােক্ত মন্তব্য করেন। মন্ত্রী বলেন, স্বাধীনতা যুদ্ধ চলাকালীন পাকিস্তানিরা প্রায় সকল শিল্প প্রতিষ্ঠান নষ্ট করে দিয়ে গেছে। এবং যার জন্য আমাদেরকে বৈদেশিক সাহায্যের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে। তিনি বলেন বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীলতা আমাদের কাজ করার মনােবৃত্তি নষ্ট করে দেবে। ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছে তাকে কোনমতেই বৃথা যেতে দেওয়া হবে না। জনাব মতিউর রহমান বলেন, গ্রামবাসী বিনীদ্র রজনী যাপন করছে। তিনি জনগণের প্রতি ডাকাত, চোরাকারবারী, কালােবাজারী, মজুতদার, ও মুনাফাখােরদেরকে উৎখাত করতে আইন প্রয়ােগকারী সংস্থার প্রতি সহযােগিতার আহ্বান জানান। যদি গ্রেফতারকৃত ব্যক্তিদের বেআইনিভাবে ছেড়ে দেয়া হয় তবে দায়ী অফিসারদের ছেড়ে দেয়া হবে না। উক্ত সভায় সভাপতিত্ব করেন এডভােকেট লতিফ। সভায় স্থানীয় আওয়ামী লীগ নেতারা বক্তৃতা করেন। এর আগে মন্ত্রী মাদারীপুর ইউনিয়ন পরিষদে নবনির্বাচিত কর্মকর্তাদের উদ্দেশ্যে ভাষণ দেন।৫৫
রেফারেন্স: ১৬ এপ্রিল, ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত