You dont have javascript enabled! Please enable it!

চিকিৎসক সমিতির সিলেট শাখার অধিবেশনে জে, ওসমানী

সিলেট: অভ্যন্তরীণ নৌ-পরিবহন ও বেসামরিক বিমান চলাচল দপ্তরের মন্ত্রী জে. (অবসরপ্রাপ্ত) এম. এ. জি. ওসমানী শহীদ ড. সামসুদ্দিনের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করেন। ডাক্তারের উদ্দেশ্যে ভাষণদানকালে বলেন, সামসুদ্দিন মানবতার সেবায় নিজের জীবনকে যেভাবে উৎসর্গ করেছেন তার সেই আদর্শ অনুসরণ করার জন্য ডাক্তারদের প্রতি আহ্বান জানান। মন্ত্রী আজ সকালে বাংলাদেশ চিকিৎসক সমিতির সিলেট জেলা শাখার প্রথম বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ভাষণদানকালে উপরােক্ত আহ্বান জানান। বিশ্বের চিকিৎসা বিজ্ঞানের উন্নতির চেষ্টায় এদেশের চিকিৎসকগণ নিজেদের প্রতিভার পরিচয় দিয়ে একটি উদাহরণ সৃষ্টি করবেন বলে মন্ত্রী আশা প্রকাশ করেন। উক্ত সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক মােবারক আলী এবং অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন অধ্যাপক আরিফ উদ্দিন এবং অধ্যাপক গােলাম মােস্তফা এবং ড. সারােয়ার রানা।৪৭

রেফারেন্স: ১৩ এপ্রিল, ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!